Office Hair Style

লম্বা চুল সামলানো কঠিন? অফিস যাওয়ার আগে ৭ উপায়ে বেঁধে নিন, রোজ সাজে থাকুক নতুনত্ব

লম্বা চুল নিয়ে নাজেহাল অবস্থা? অফিসে যাওয়ার আগে হাতে সময় থাকে না। কী করণীয়? ৭ রকমের কেশসজ্জার সন্ধান দেওয়া হল এখানে। ততখানি পরিশ্রমের প্রয়োজন নেই, আবার চুলও থাকবে অফিসের জন্য প্রস্তুত। উপরন্তু ফ্যাশনের দফারফাও হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৬:২৩
কেশসজ্জায় তাক লাগিয়ে দিন অফিসে।

কেশসজ্জায় তাক লাগিয়ে দিন অফিসে। ছবি: সংগৃহীত।

অফিস যাওয়ার সময়ে রোজের ঝক্কি পোহাতে চান না। ততখানি পরিশ্রমের প্রয়োজন নেই, আবার চুলও থাকবে অফিসের জন্য প্রস্তুত। উপরন্তু ফ্যাশনের দফারফাও হবে না। এমনই ৭ রকমের কেশসজ্জার সন্ধান দেওয়া হল।

Advertisement

উঁচু পনিটেল: সবচেয়ে সুবিধাজনক চুলের স্টাইল। পরিচ্ছন্ন, টিপটপ দেখানোর পাশাপাশি অফিসের সাজের সঙ্গে মানিয়ে যায় এই কেশসজ্জা। মুখের সামনে চুলের উৎপাত থাকে না। কাজের সময়ে বার বার বিরক্ত হবেন না। উপরন্তু আত্মবিশ্বাসের ছাপ আসবে চোখে-মুখে।

উঁচু পনিটেল।

উঁচু পনিটেল। ছবি: সংগৃহীত।

উঁচু খোঁপা: টানটান করে চুল বেঁধে মাথার উপরের দিকে খোঁপা করে নিন। তার পর অল্প চুলের গোছা বার করে সামনে ফেলে রাখুন লকস হিসেবে। ফ্যাশনের জগতে এই ধরনের হেয়ারস্টাইল খুবই জনপ্রিয়। একই সঙ্গে ঘাড়ে চুল পড়ে না। তবে সামনের চুলগুলি এমন ভাবেই বার করে রাখুন, যাতে হালকা করে কানের পাশে টেনে নিয়ে যাওয়া যায়। তাতে মুখে চুল পড়ার সমস্যা থাকে না।

উঁচু খোঁপা।

উঁচু খোঁপা। ছবি: সংগৃহীত।

হাত খোঁপা: না প্রয়োজন ক্লিপের, না ব্যান্ডের। হাতের কারসাজিতে চোখের পলকে গোটা চুল আটকে যায় মাথার পিছনে। বাঙালি কেশসজ্জার গর্ব হাতখোঁপা। অফিস যাওয়ার সময়ে হাতের কাছে সরঞ্জাম না পেলে স্রেফ হাতখোঁপা করেই বেরিয়ে পড়তে পারেন।

হাত খোঁপা।

হাত খোঁপা। ছবি: সংগৃহীত।

ঢেউ খেলানো খোলা চুল: চুলের উপদ্রবে বিরক্ত না হলে চুল নিয়ে চিন্তাই করতে হবে না। মাঝে সিঁথি করে দু’পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে, দু’দিকে নীচের অংশটুকু কার্ল করে নিন। এই ধরনের চুলের কায়দা অফিস থেকে পার্টি, সব জায়গাতেই মানানসই।

ঢেউ খেলানো খোলা চুল।

ঢেউ খেলানো খোলা চুল। ছবি: সংগৃহীত।

সোজা টিপটপ চুল: চুল স্ট্রেট করানো থাকলে, মাঝেমধ্যে খোলা চুলে অফিসে যান। টিপটপ সাজের জন্য স্ট্রেট চুল উপযুক্ত। সম্ভব হলে, মাথার সামনের অংশে ল্যাকার লাগিয়ে যেতে পারেন। তাতে মাথার সঙ্গে লেগে থাকে চুল। বলিউড নায়িকাদের নতুন পছন্দের মধ্যে রয়েছে এই হেয়ারস্টাইল।

সোজা টিপটপ চুল।

সোজা টিপটপ চুল। ছবি: সংগৃহীত।

হাফ-নট আর খোলা চুল: খানিক টানটান, খানিক আলগা। মাথার সামনে থেকে সব চুল, পিছনের অর্ধেক চুল নিয়ে খোঁপা করে নিন। মাথার পিছনের নীচের অংশের চুলগুলিকে খুলে রাখুন। অফিসের সাজেও মাঝেমধ্যে ক্যাজ়ুয়াল লুক ভাল লাগে। কেবল একটি হেয়ার ব্যান্ড বা স্ক্রানচি থাকলেই এই হেয়ারস্টাইল বানিয়ে ফেলা যায়।

হাফ-নট আর খোলা চুল।

হাফ-নট আর খোলা চুল। ছবি: সংগৃহীত।

বিনুনি: রাতে ঘুমনোর সময়ে বেণি বাঁধার অভ্যাস? তার মানে কিন্তু এই নয় যে, সাজের জগতে বেণির কোনও মূল্য নেই। অফিস যাওয়ার সময়ে বাড়ির কেশসজ্জার উপরও ভরসা রাখতে পারেন। সামনের খানিক অংশ ছেড়ে রেখে আলগা বাঁধনে বিনুনি করে নিন। শেষে সামনের অংশ দিয়ে দু’দিকে দু’টি বেণি করে কানের দু’পাশে আটকে দিন।

বিনুনি।

বিনুনি। ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন