neem haldi facepack

নিম আর হলুদ দিয়ে তৈরি করা ফেসপ্যাকে কমবে ব্রণ! কী ভাবে তা বানাতে হয় জানেন?

ত্বকের পরিচর্যায় যদি রাসায়নিক বাদ দিতেই হয়, তবে বাজার চলতি প্যাক না কিনে বাড়িতে চেনা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। তেমনই এক বহু পুরনো টোটকা হল নিম-হলুদ বাটা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত।

বাজারে এখন নানা ধরনের ফেসপ্যাক প্যাকেটে ভরেই বিক্রি করা হচ্ছে। গোলাপ জলে মুলতানি মাটি, চন্দন সবই থাকছে সেই সব প্যাকে। কিন্তু তার সঙ্গে থাকছে ওই প্যাক দীর্ঘ দিন প্যাকেটে ভাল রাখার জন্য প্রয়োজনীয় প্রিজ়ারভেটিভও। ত্বকের পরিচর্যায় যদি রাসায়নিক বাদ দিতেই হয়, তবে বাজার চলতি প্যাক না কিনে বাড়িতে চেনা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। তেমনই এক বহু পুরনো টোটকা হল নিম-হলুদ বাটা। এই মিশ্রণটি মুখে লাগালে তা যেমন ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করবে, তেমনই সাহায্য করবে ব্রণের সমস্যা মেটাতেও।

Advertisement

উপকরণ:

১ টেবিল চামচ নিমপাতার গুঁড়ো বা নিমপাতা বাটা

আধ​ চা চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বাটা

পরিমাণমতো গোলাপ জল

১ চা চামচ মধু বা টক দই বা অ্যালোভেরা জেল

প্রণালী:

একটি পরিষ্কার পাত্রে নিম পাতা বাটা, হলুদ বাটা মিশিয়ে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

তার পরে মেশান মধু অথবা টক দই বা অ্যালোভেরা জেল।

ফেস প্যাকটি মুখে লাগানোর আগে হালকা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তর পরে পরিষ্কার আঙ্গুল বা ব্রাশের সাহায্যে প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। ব্রণের উপরে একটু বেশি করে লাগাতে পারেন।

১৫-২০ মিনিট রাখার পরে প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ঠান্ডা জল দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে নিন।

মুখ মুছে আপনার ত্বকের ধরন অনুযায়ী হালকা কোনো ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন