অভিনেত্রী শ্রুতি হাসন কী মাখেন চুলে? ছবি: ইনস্টাগ্রাম।
বয়স চল্লিশ ছুঁইছুঁই। কিন্তু বুঝবে কে? বরং তামিল, তেলুগু ছবিতে এখনও চুটিয়ে অভিনয় করছেন তিনি। ‘রকি হ্যান্ডসাম’, ‘ওয়েলকাম ব্যাক’-সহ একাধিক হিন্দি ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রী শ্রুতি হাসনকে। দক্ষিণী তারকা কমল হাসনের কন্যা এই বয়সেও এমন সুন্দরী কী ভাবে? একরাশ ঘন কালো চুল তাঁর।
সম্প্রতি একটি পডকাস্টে সেই রূপরহস্যই খুলে বললেন শ্রুতি। কোনও রং নয়, বাজারচলতি প্রসাধনীও নয়। নায়িকা ভরসা রাখেন মা, ঠাকুরমাদের টোটকায়। চুলে তিলের তেল মাখেন তিনি। অভিনেত্রী জানালেন, নিয়মিত চুল ভিজিয়ে স্নানের সুযোগ হয় না। তবে যখন হয়, তার আগের রাতে তিলের তেল মেখে নেন। কখনও কখনও কাঠবাদামের তেলের সঙ্গে তিল মিশিয়ে মালিশ করেন। তার পর সকালে শ্যাম্পু করে স্নান করে নেন।
তবে সাদা না কালো তিল— সে কথা খোলসা করেননি তিনি। চুলের জন্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল খুবই ভাল। নারকেল তেলে কালো তিল গরম করে মাখলেও চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল। তিলের তেল হালকা গরম করে চুলের গোড়ায় লাগিয়ে মৃদু ভাবে মালিশ করলে চুল ভাল থাকে। অকালপক্বতা রোধ হয়, ডগা ফাটা কমে, চুল ঘন হয়।
কালো তিলে রয়েছে বায়োটিন এবং ভিটামিন বি, যা চুলের স্বাস্থ্যের জন্য কার্যকর। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর তিলের তেল, চুলের বর্ম হিসাবে কাজ করে।
শ্রুতির বক্তব্য, ‘‘তিল কার্যত ম্যাজিকের মতো কাজ করে।’’ চুলে তেল কতটা মাখা উচিত, রাতভর তেল মেখে রাখা ভাল কি খারাপ, এ নিয়ে তর্ক-বিতর্ক অনেক। তবে দক্ষিণী অভিনেত্রীর কথায়, তাঁর কালো এবং ঘন চুলের রহস্যই তিল এবং তেল।
তিলের তেল চুলের মাস্ক
তিল চুলের জন্য উপকারী। তবে শুধু তেল নয়, রুক্ষ চুল, ডগা ফাটা থেকে মুক্তি পেতে তিলের তেল দিয়ে মাস্কও বানিয়ে নিতে পারেন। এ জন্য কালো তিল গুঁড়িয়ে নিন। নারকেল তেল বা কাঠবাদামের তেলের সঙ্গে তিলের গুঁড়ো, টক দই এবং মধু মিশিয়ে মাস্ক বানান। শ্যাম্পু করা চুলে মাখুন। হালকা মাসাজ করে মিনিট ২০-২৫ রেখে ধুয়ে নিন। মাসে দুই থেকে তিন দিন এই মাস্ক মাখলে চুল হবে মসৃণ, সুন্দর।