Acne Treating Tips

ব্রণ কমাতে লালা লাগাতেন অভিনেত্রী তমন্না ভাটিয়া! এমন উদ্ভট কাজের পরিণতি কী?

লালা দিয়ে ব্রণের চিকিৎসা, অভিনেত্রী তমান্না ভাটিয়ার এই পন্থা আদৌ কাজের? এর ফলাফল কী হতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৯:২৭
অভিনেত্রী তমন্না ভাটিয়া রূপচর্চার কথা শুনে হতবাক সকলে। কেন?

অভিনেত্রী তমন্না ভাটিয়া রূপচর্চার কথা শুনে হতবাক সকলে। কেন? ছবি: সংগৃহীত।

‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটি বছর ঘুরলেও জনপ্রিয়তা হারায়নি। শুধু গান নয়, দৃশ্যায়নে তমন্না ভাটিয়ার নাচ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। ‘ওডেলা ২’, ‘লাস্ট স্টোরিজ় ২’-সহ বেশ কিছু ছবি থেকে ক্রমশই তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে।

Advertisement

তমন্নার মাখনের মতো মোলায়েম ত্বক, নির্মেদ চেহারা কী ভাবে, তা জানতে উৎসাহী অনেকেই। তবে অভিনেত্রীর রূপচর্চার কৌশল শুনে ‘থ’ সকলেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তমন্না বলেন, ‘‘ব্রণ কমাতে নিজের মুখের লালা লাগিয়েছি। খুবই কাজের।’’ এমন কথা শুনে পডকাস্টে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি হেসে ফেলেন। ভাবেন অভিনেত্রী বুঝি মজা করছে। এদিকে, এমন উদ্ভট উত্তর শুনে স্রোতারাও ‘থ’ হয়ে যান। সকলের অভিব্যক্তি দেখে অভিনেত্রী দাবি করেন, ‘এটা সত্যি কাজের’।

শুধু একটি পডকাস্টেই নয়, অতীতে অন্য সাক্ষাৎকারে ব্রণ কমাতে এমন উদ্ভট উপায়ের কথা বলেছিলেন তিনি। একটি নয়, আরও নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন তমান্না। ব্রণ কমাতে মাটির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়েও মেখেছেন। তবে তা বলে, উঠতি বয়সের ছেলেমেয়েদের এমন উপায় মানতে উদ্বুদ্ধ করেননি তিনি। বলেছেন, ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে।

ব্রণ থেকে চোখের তলার কালি, আঁচিল তুলতে লোকমুখে এমন অনেক অদ্ভুত টোটকা বা কৌশলের কথা শোনা যায়। সমাজমাধ্যমেও এমন টোটকা রয়েছে। কৈশোরে বা তারুণ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে সৌন্দর্য বৃদ্ধিতে সেগুলি প্রয়োগ করেন অনেকেই। তার ফলাফল যে সব সময় ভাল হয়, তা নয়। ক্ষতিও হয় ত্বকের।

এইমস-এর চিকিৎসক গার্গী তানিজা সমাজমাধ্যমে এ নিয়েই একটি ভিডিয়ো পোস্ট করেছেন। জানিয়েছেন, এমন টোটকার পরিণতি কী হতে পারে। চিকিৎসক জানাচ্ছেন, লালা মাখলে ত্বক ভাল হয়, ব্রণ কমে— এই সমস্ত ধারণা একেবারেই ভিত্তিহীন। বরং লালায় অনেক ধরনের ব্যাক্টেরিয়া, জীবাণু থাকে। ব্রণে লালা লাগালে সংক্রমণের আশঙ্কা থাকে। এটি ব্রণ বাড়িয়ে দিতে পারে, ত্বকের ক্ষতি করতে পারে। লালা মুখে লাগালে ত্বক চুলকাতে পারে। প্রদাহ হতে পারে। ত্বকে অম্ল-ক্ষারের ভারসাম্যও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ত্বকের যে কোনও সমস্যায় চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শই দিচ্ছেন তিনি।

Advertisement
আরও পড়ুন