Dry Shampoo Making

মাথা ধোয়ার ঝামেলা ছাড়াই ফুরফুরে চুল পাবেন কী ভাবে, হদিস দিলেন আলিয়ার কেশসজ্জাশিল্পী

কী ভাবে বাড়িতেই বানাবেন এই ড্রাই শ্যাম্পু, হদিস দিলেন বলিউড নায়িকাদের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর। আলিয়া ভট্ট থেকে ক্যাটরিনা কইফ, প্রিয়ঙ্কা চোপড়া থেকে কিয়ারা আডবাণী, সকলেরই হেয়ারস্টাইল করে থাকেন অমিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:৫৯
শ্যাম্পু না করেই পাবেন ফুরফুরে চুল?

শ্যাম্পু না করেই পাবেন ফুরফুরে চুল? ছবি: সংগৃহীত।

বিকেলে প্রিয়জনের সঙ্গে হঠাৎ বেরোনোর পরিকল্পনা, আর এ দিকে চুল কী রকম তেলতেলে হয়ে আছে। সময়ের বড্ড অভাব, শ্যাম্পুও করা যাবে না! এ ক্ষেত্রে ড্রাই শ্যাম্পু দিয়েই হতে পারে মুশকিল আসান। শুকনো চুলে লাগিয়ে, একটু মালিশ করে নিলেই এসে যাবে ফুরফুরে ভাব। অনেক সময়েই চুল ভিজিয়ে স্নান করার অবকাশ থাকে না, তখন ড্রাই শ্যাম্পু মাথায় লাগিয়ে নিলেই হল। মহিলাদের জরুরি প্রসাধনীর তালিকায় ড্রাই শ্যাম্পু কিন্তু নতুন সংযোজন। স্প্রে, পাউডার এবং লিক্যুইড— এই তিন ধরনের ড্রাই শ্যাম্পু হয়। তবে বাজারে পাউডার আর স্প্রে-ই বেশি পাওয়া যায়। রূপটানশিল্পীরা বিভিন্ন হেয়ার স্টাইল করতেও এই শ্যাম্পুর ব্যবহার করেন। কী ভাবে বাড়িতেই বানাবেন এই ড্রাই শ্যাম্পু, হদিস দিলেন বলিউড নায়িকাদের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর। আলিয়া ভট্ট থেকে ক্যাটরিনা কইফ, প্রিয়ঙ্কা চোপড়া থেকে কিয়ারা আডবাণী, সকলেরই হেয়ারস্টাইল করে থাকেন অমিত। একটি ভিডিয়োয় অমিত বলেন, ইচ্ছে করলে বাড়িতে একটি মাত্র মূল উপকরণ দিয়েই ড্রাই শ্যাম্পু বানিয়ে ফেলা যায়।

Advertisement

ড্রাই শ্যাম্পু তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ

অ্যারারুট বা কর্নস্টার্চ: ১/৪ কাপ

শুকনো গোলাপের পাপড়ি: এক মুঠো

টি ব্যাগ: ১টি

পদ্ধতি

একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। এ বার বায়ুরোধী কাচের স্প্রে বোতলে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে পারেন। প্রিজ়ারভেটিভ দেওয়া না থাকলেও ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হওয়ার ভয় থাকে না।

কী ভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু?

১) প্রথমে চিরুনি দিয়ে চুল ভাল করে আঁচড়ে নিন।

২) তার পর সিঁথি ভাগ করে ওই মিশ্রণটি মাথায় স্প্রে করে নিন।

৩) হাত দিয়ে মাথার ত্বকে মিশিয়ে দিন। খানিক ক্ষণ অপেক্ষা করুন।

৪) অতিরিক্ত গুঁড়ো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।

Advertisement
আরও পড়ুন