Spa Like Experience At Home

সালোঁর মতো স্পা বাড়িতে করতে পারেন না? ৫ ভুল এড়ালেই অভিজ্ঞতা হবে সুখকর

সালোঁর মতো স্পা করতে চান বাড়িতেই? তেমনই আরাম পেতে যেমন সঠিক কৌশল মেনে চলা দরকার, তেমনই দরকার কয়েকটি ভুল এড়িয়ে চলা। কোন ভুলগুলি স্পা-এর অভিজ্ঞতা নষ্ট করতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৪:৪২
বাড়িতেই সালোঁর মতো স্পা-এর অভিজ্ঞতা চান? এড়িয়ে চলুন ৫ ভুল।

বাড়িতেই সালোঁর মতো স্পা-এর অভিজ্ঞতা চান? এড়িয়ে চলুন ৫ ভুল। ছবি: সংগৃহীত।

ত্বকই হোক বা চুল—স্পা-এর গুরুত্ব ক্রমশ বাড়ছে। স্পা শুধু শরীরকে আরাম দেয় না, ত্বক এবং চুলের যত্নও নেয়। স্পা-এর সময় মাসাজ়ের ফলে ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। সারা দিনের ক্লান্তি দূর হয়, যা আপনাকে দু’দণ্ড শান্তি দিতে পারে। পার্লারে বাড়তি পাওনা হয় মাসাজ, তা যদিও নিজে নিজে করা যায় না। তবে বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকলে তাতেও সুবিধা হতে পারে। এখন অনেক সংস্থাই বাড়িতে এসে স্পা পরিষেবা দিয়ে থাকে। তা ছাড়া, স্পা করার সমস্ত উপকরণও দোকানে সহজে মেলে।

Advertisement

সালোঁয় যাওয়ার সুযোগ না থাকলে, পেশাদার কাউকে ডেকে এনে বাড়িতেও স্পা করাতে পারেন। তবে সাঁলোর মতো আবহ ঘরে মেলে না, তা নিয়ে যদি আক্ষেপ থাকে, তা হলে যেমন কয়েকটি কৌশল অনুসরণ করতে হবে, তেমনই কয়েকটি ভুল এড়িয়ে চলা দরকার।

১। ঘরোয়া উপকরণ বা বাজারচলতি উপকরণ— যে কোনও জিনিস দিয়েই স্পা করা যায়। কিন্তু ঘরের চেয়ে সালোঁর স্পা-এর অভিজ্ঞতাকে আলাদা করে তোলে পরিবেশ। সুগন্ধী মোম, টাটকা ফুল, স্নায়ুকে বিশ্রাম নিতে সাহায্য করে এমন সুরের ব্যবহার কি ঘরোয়া স্পা-এ এড়িয়ে যান? অথচ এই আয়োজনগুলি করা মোটেই কঠিন নয়। বরং সুগন্ধ, মৃদু সুর বা শব্দ—স্পা-এর অভিজ্ঞতাকে অনন্য করে তুলতে পারে।

২। বসা বা শোয়ার স্থানটি নিয়ে ভাবেন কি? চুলের স্পা করার সময় সালোঁয় আরামদায়ক চেয়ারে বসানো হয়। বডি স্পা করানো হয় গদি আঁটা শয্যায় শুইয়ে। বাড়িতে সালোঁর মতো আরাম পেতে হলে এমন চেয়ার বেছে নেওয়া প্রয়োজন, যেটি আরামদায়ক। বডি স্পা করার সময় বিছানাতেই সেই ব্যবস্থা করতে পারেন।

৩। বাড়িতে স্পা করার অভিজ্ঞতা সুখকর করতে হলে, সমস্ত জিনিসপত্র হাতের কাছে নিয়ে বসা জরুরি। স্পা করার মাঝে এটা, ওটা খুঁজতে হলে বা জোগাড় করে আনতে হলে আরামদায়ক অনুভূতিটাই নষ্ট হতে পারে। সালোঁয় কিন্তু প্রতিটি ধাপ পর পর হয়। কোনও জিনিস খোঁজার জন্য বাড়তি সময় নষ্ট হয় না।

৪। চুলের পরিচর্যাই হোক বা ত্বকের—এমন অনেক স্পা ‘কিট’ রয়েছে, যেখানে একাধিক ধাপ থাকে। বাড়িতে স্পা করার ক্ষেত্রে অধিক ধাপ সমস্যার কারণ হতে পারে। সে কারণে সহজে ব্যবহার করা যায় এমন প্রসাধনী কিনতে পারেন। আবার এমন কিছু স্পা কিট রয়েছে, যেগুলি নিজেই ব্যবহার করা যায়। হঠাৎ করে বিয়েবাড়ি বা পার্টি থাকলে, বাড়িতে এ ভাবেও স্পা করতে পারেন।

৫। বাড়িতে বাথটাব থাকলে স্পা এর অভিজ্ঞতা আরও সুখকর হবে নিঃসন্দেহে। তবে যদি তা না-ও থাকে ক্রিম বা তেল মাসাজ়ের পর স্নান জরুরি। অনেকেই গরম জল আরামদায়ক লাগে বলে ব্যবহার করেন। কিন্তু বেশি গরম বা ঠান্ডা জল — কোনওটাই ত্বকের উপযোগী নয়। জল হওয়া দরকার ঈষদুষ্ণ।

Advertisement
আরও পড়ুন