Beauty Hacks

Beauty Tips: আলিয়া, ক্যাটরিনার মতো উজ্জ্বল ত্বক চাই? গরমে তা পাবেন কী ভাবে

গরমকালে বিশেষ ভাবে যত্ন নেন রূপের? জানেন এ সময়ে চেহারার জেল্লা ধরে রাখতে কী ভাবে বাড়িতেই রূপচর্চা করেন বলি-নায়িকারা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:২৫
আলিয়া ভট্ট।

আলিয়া ভট্ট।

গরমকালে মুখে বরফ মাখতে পছন্দ করেন অনেকে। তাতে কম সময়ে চেহারার জেল্লা ফেরে। কিন্তু কখনও এক গামলা বরফজলে মুখ ডুবিয়ে রেখেছেন কি?

একটি গামলা ভরে দিন বরফে। তার পর তাতে ঠান্ডা জল ঢালুন। এ বার ১০-১৫ সেকেন্ড সেই গামলায় মুখ ডুবিয়ে নিয়ে তুলে নিন। বার চারেক একই ভাবে এই কাজ করুন। খুব ভাল মানের ফেশিয়াল যে কাজ করতে পারে, এটিও তা-ই পারে।

Advertisement

গরমকালে সারাদিন দৌড়াদৌড়ি করে ঘেমেনেয়ে লাল হয়ে যায় অনেকের মুখ। চেহারায় পড়ে ক্লান্তির ছাপও। তবে কোথাও যাওয়ার আগে এ ভাবে রূপচর্চা করলে চেহারা খুলবে।

বলিউডে প্রথম সারির প্রায় সকল নায়িকা এ ভাবে রূপচর্চায় ভরসা রাখেন। আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ থেকে তমন্না ভাটিয়া— সকলেই বরফজল মুখ ধোয়ায় বিশ্বাসী।

ক্যাটরিনা কইফ।

ক্যাটরিনা কইফ।

কী উপকার হয় এ ভাবে বরফ-জল দিয়ে রূপচর্চা করলে?

১) প্রদাহ কমায়। মুখে ব্রণ দেখা দিলেও সমস্যা কমায়।

২) সারা দিন কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করে চোখ-মুখে ফোলা ভাব দেখা দিয়েছে? বরফ দেওয়া ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখলে তা হবে গায়েব।

৩) মুখ উজ্জ্বল দেখায়। ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখলে রক্ত চলাচল বাড়ে। তাতেই ফেরে মুখের রং।

৪) নিয়মিত এ ভাবে রূপচর্চা করলে মুখে বয়সের ছাপ পড়ে না তাড়াতাড়ি। বলিরেখা, দাগছোপ— সবই থাকে দূরে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন