Curly Hair Care Tips

কোঁকড়ানো চুলের জন্য প্রয়োজন বিশেষ যত্ন, কোন কোন তেল মাখলে চুল নরম হবে?

সব তেল কিন্তু সকলের চুলের জন্য সঠিক নয়। চুল যদি কোঁকড়ানো হয় ও খুব রুক্ষ হয়, তা হলে ভেষজ তেল ব্যবহার করতে পারেন। তবে দোকান থেকে কেনা ভেষজ তেল আপনার চুলের জন্য উপযোগী না-ও হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৭
কোন কোন তেলে চুল ভাল থাকবে?

কোন কোন তেলে চুল ভাল থাকবে? ছবি: ফ্রিপিক।

চুল সোজা ও মসৃণ হলে খুব সহজেই কেশসজ্জা করা যায়, চট করে জট পড়ে না, খোলা চুলের বাহার দেখেও লোকজন মুগ্ধ হয়। তবে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে বিষয়টা খানিক উল্টো। একে তো সহজে রকমারি কেশসজ্জা করা যায় না, তার উপর জট ছাড়াতে গিয়ে দম বেরোনোর জোগাড় হয়। কোঁকড়ানো চুলের জন্য তাই বিশেষ যত্ন প্রয়োজন। কোন কোন তেল মাখলে চুল নরম হবে তা জেনে রাখা ভাল।

Advertisement

কোঁকড়ানো চুলের জন্য কোন কোন তেল ভাল?

নারকেল তেল

নারকেলের শাঁস থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় নারকেল তেল। চুলের যত্নে এই তেলের ব্যবহার বহু প্রাচীন। নারকেল তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ প্রতিহত করতে তা কার্যকর। এ ছাড়াও তেলটিকে চুল সহজে শোষণ করে নিতে পারে। শুষ্ক চুল হলে এই তেলই ভাল।

মেথির তেল

মাথার ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণ বা খুশকি হলে ঘরোয়া টোটকা হিসাবে মেথির তেল ব্যবহার করেন অনেকে। এই টোটকা কিন্তু বেশ কাজের। মাথার ত্বকের শুষ্ক ভাব দূর করতে এই তেল মাখা যেতে পারে।

আমলকির সঙ্গে নারকেল তেল

এক কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে তাতে ২ চামচ আমলকি পাউডার বা আমলকির টুকরো ফেলে ফোটাতে হবে। তেলের রঙে বদল হলে নামিয়ে ঠান্ডা করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।

জবার সঙ্গে মেথি

৫টি জবা ফুলের পাপড়ি নিতে হবে। এর সঙ্গে এক চা-চামচ মেথি দানা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে এলে সেই তেল মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিতে হবে। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করলে রুক্ষ চুল নরম হবে, খুশকির সমস্যা দূর হবে।

Advertisement
আরও পড়ুন