Lucknow Super Giants

আইপিএলের তিন মাস আগে দলের দুই পেসারকে বিদেশে পাঠাচ্ছে লখনউ, জানা গেল নেপথ্য কারণ

আইপিএল শুরু হতে এখনও তিন মাস বাকি। তার আগেই দলের দুই পেসারকে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস। কেন এই সিদ্ধান্ত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯
cricket

লখনউ সুপার জায়ান্টস দল। ছবি: সমাজমাধ্যম।

আইপিএল শুরু হতে এখনও তিন মাস বাকি। তার আগেই দলের দুই পেসারকে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস। তাঁরা হলেন আবেশ খান এবং মহসিন খান। দু’জনেই ডারবান সুপার জায়ান্টস দলের সঙ্গে অনুশীলন করবেন। আরও এক-দু’জন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন আবেশ এবং মহসিন। তাই দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডারবান সুপার জায়ান্টস দলের সঙ্গে অনুশীলন করবেন তাঁরা। ফলে আইপিএলের আগে ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন দু’জনেই। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ শুরু। ডারবানের দলটির মালিকও সঞ্জীব গোয়েন্‌কা। এমনকি ল্যান্স ক্লুজ়নার-সহ সেই দলের বেশ কিছু কোচ লখনউয়ের সঙ্গেও যুক্ত। তাই আবেশ এবং মহসিন ডারবান দলে কোচেদের অধীনে অনুশীলন করতে পারবেন।

পরের সপ্তাহে কোনও এক দিন ডারবানের উদ্দেশে রওনা দিতে পারেন আবেশ এবং মহসিন। দুই বোলারের কেউই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অংশ নন। রাজ্য দলেও নেই। তবে নিয়ম যাতে না ভাঙে, তাই লখনউ বোর্ডের কাছে দুই ক্রিকেটারের জন্যই ছাড়পত্র চেয়ে নিয়েছে।

গত আইপিএলের পর থেকে আবেশ ক্রিকেট খেলেননি। মহসিন চোটের জন্য আগের আইপিএলেও খেলতে পারেননি। দুই ক্রিকেটারই চোটের পর রিহ্যাব করেছেন। ধীরে ধীরে বল করাও শুরু করেছেন। ডারবানে দু’জনেই ম্যাচ খেলার প্রস্তুতি নেবেন।

ডারবান যেতে পারেন নমন তিওয়ারিও, যাঁকে গত নিলামে এক কোটি টাকায় কিনেছে লখনউ। তাঁকে প্রতিভাশালী হিসাবে মানছে দল। বিজয় হজারেতে উত্তরপ্রদেশের দলে জায়গা পাননি নমন। তাই তাঁকেও বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিলামে বোলিং শক্তিশালী করার দিকে নজর দিয়েছিল লখনউ। তারা ওয়ানিন্দু হাসরঙ্গ এবং অনরিখ নোখিয়াকে কিনেছে। পাশাপাশি ৮.৬ কোটি টাকায় জশ ইংলিসকেও দলে নিয়েছে।

Advertisement
আরও পড়ুন