Malaika Arora's Beauty and Fitness

কেশচর্চা বা খাওয়াতেই লক্ষাধিক! পোশাকে কত খরচ মালাইকার? ৫১-তে রূপ ধরে রাখার রহস্য কী

৫১ বছর বয়সে কী ভাবে এত ফিট থাকতে পারেন মালাইকা অরোরা, তা কিন্তু বিস্ময়কর বটেই। মালাইকার ভক্তদের মনে প্রশ্ন, ৫০ পেরিয়েও তাঁর মতো গ্ল্যামার ধরে রাখতে চাইলে কী কী করতে হবে? এরই সঙ্গে নয়া প্রশ্ন যোগ করা যেতে পারে, কত টাকা খরচ করতে হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৯:৩৬
মালাইকা অরোরার রূপের রহস্য কী?

মালাইকা অরোরার রূপের রহস্য কী? ছবি: সংগৃহীত।

বলিউড তারকার চোখধাঁধানো সাজ দেখে প্রথমেই প্রশ্ন জাগে, কত দামি পোশাক পরে রয়েছেন তিনি? কিন্তু পোশাক বা বাহ্যিক সজ্জার মাঝে অন্দরের সৌন্দর্য রক্ষার খরচের কথা মাথা থেকে বেরিয়ে যায়। পোশাক, ব্যাগ, জুতো ইত্যাদি তো কেবল সাজের সরঞ্জাম। এ দিকে ত্বকচর্চা, রূপচর্চা, কেশচর্চা, স্বাস্থ্য ও মনের যত্ন নিতেও যে টাকা খরচ করতে হয়! বিশেষ করে যদি বলিউডের নামজাদা তারকা হন। তবে ৫১ বছর বয়সে কী ভাবে এত ফিট থাকতে পারেন মালাইকা অরোরা, তা কিন্তু বিস্ময়কর বটেই। মালাইকার ভক্তদের মনে প্রশ্ন, ৫০ পেরিয়েও তাঁর মতো গ্ল্যামার ধরে রাখতে চাইলে কী কী করতে হবে? এরই সঙ্গে নয়া প্রশ্ন যোগ করা যেতে পারে, কত টাকা খরচ করতে হবে?

Advertisement

মালাইকার রূপ ও সজ্জার নেপথ্যে কত টাকা খরচ হতে পারে, তার আনুমানিক খরচ হিসাব করা যেতে পারে—

জিমের খরচ:নিয়ম করে জিমে যান মালাইকা। ভিডিয়ো, ছবির দৌলতে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বলিউড তারকাদের উপযুক্ত জিমের খরচ বার্ষিক ১ থেকে দেড় লক্ষ টাকা বা তার বেশি। যদি ব্যক্তিগত প্রশিক্ষকের সাহায্য নেন, তা হলে এই অঙ্কটি আরও বেড়ে যাবে।

যোগাসনের খরচ: যোগাসন করার জন্য বিশেষ সংস্থায় যেতে হতে পারে অথবা ব্যক্তিগত প্রশিক্ষকের সাহায্য নিতে হতে পারে। তবে মালাইকা পছন্দ করেন এরিয়াল যোগাসন। এটি অভ্যাসের জন্য তাঁকে বিশেষ ব্যবস্থা নিতেই হয়। সে ক্ষেত্রে বার্ষিক খরচ দেড় থেকে দুই লক্ষের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

জিম বাবদ কত খরচ হতে পারে?

জিম বাবদ কত খরচ হতে পারে? ছবি: সংগৃহীত।

খাওয়াদাওয়ার খরচ: জাঙ্ক ফুড নয়, ফাস্ট ফুড নয়। ঘরের খাবারই মালাইকার মতো তারকাদের খাদ্যতালিকায় স্থান পায়। কিন্তু পুষ্টিবিদের তালিকা মেনে খাওয়াদাওয়া করলে তার খরচ আকাশছোঁয়া। মধ্যবিত্তের পক্ষে সে ধরনের খাদ্যাভ্যাসের সঙ্গে তাল মেলানো অত সহজ নয়। বছরে ৬০ হাজার থেকে প্রায় দেড় লক্ষ মতো খরচ হতে পারে।

মেকআপ ও ত্বকচর্চার খরচ: ‘লা মের’ বা ‘ববি ব্রাউন’-এর মতো ব্র্যান্ডের ভক্ত মালাইকা। মেকআপ ও ত্বকচর্চার সরঞ্জাম কেনার ব্যাপারে বেশ সচেতন। আর তাতেই বছরে পকেট থেকে বেরিয়ে যায় প্রায় ১-২ লক্ষ টাকা।

কেশচর্চার খরচ:কেশচর্চার জন্য হয়তো ঘরোয়া টোটকার ব্যবহার করেন মালাইকা। কিন্তু তার পরেও নামী-দামি সালোঁয় তো যেতেই হয়। নানা ধরেনর ট্রিটমেন্ট করাতে হলে বছরে ৬০ হাজার টাকা থেকে ১.২ লক্ষ টাকা প্রায় খরচ তো হয়ই।

পোশাকের খরচ:জামাকাপড়ের খরচ ছাপিয়ে যায় বাকি সব কিছুকে। বিখ্যাত পোশাকশিল্পীদের বানানো জামাকাপড়ে ভর্তি মালাইকার মতো তারকাদের ক্লোজ়েট। এক-একটি পোশাকের দামই হবে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা।

সাজ-সরঞ্জাম:কেবল তো পোশাকেই হবে না, প্রয়োজন মানানসই ব্যাগ থেকে মানাসই জুতো। তা ছাড়া গলার হার, কানের দুল, আংটি, কোমরের বেল্ট, আরও কত কী! বার্ষিক ৪-৫ লক্ষ টাকা সেখানে নামমাত্র খরচ।

বার্ষিক খরচ যোগ করলে আনুমানিক যে অঙ্কটি মেলে, তা মধ্যবিত্ত কেন, উচ্চমধ্যবিত্তদের পক্ষেও খরচ করা সম্ভব নয়। তবে পর্দার সামনে আসতে হলে এই খরচ করতেই হয় বলেই দাবি করেন অনেক শিল্পী। তবে সেখানেও নির্ভর করে, শিল্পীর বার্ষিক আয়, তাঁর পরিবারের আয় ইত্যাদির পরিস্থিতি কেমন।

Advertisement
আরও পড়ুন