Green tea for winter skin

গ্রিন টি দিয়ে শীতে পেতে পারেন মসৃণ এবং উজ্জ্বল ত্বক! ৩ ভাবে ব্যবহার করা যেতে পারে

গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহরোধী উপাদান ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এবং ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৯:৫১

ছবি : সংগৃহীত।

গ্রিন টি দিয়ে শীতে ত্বকের যত্ন নেওয়া যায়। গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহরোধী উপাদান ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

Advertisement

১. গ্রিন টি ফেসিয়াল মিস্ট

এক কাপ গ্রিন টি ঠান্ডা করে নিয়ে পরিষ্কার স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। দিনে ২-৩ বার সরাসরি মুখে স্প্রে করুন। এটি মেকআপের উপরেও ব্যবহার করা যেতে পারে। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এই গ্রিন টি মিস্ট। ত্বকের লালচে ভাব কমাতে এবং ব্রণ ফুস্কুড়ি কমাতেও কাজে লাগে।

২. গ্রিন টি ও মধুর ময়েশ্চারাইজিং মাস্ক

জলে ভেজানো গ্রিন টি-র পাতা বা ব্যবহৃত টি-ব্যাগ থেকে বার করে নেওয়া পাতা বেটে নিন। এর পরে ১ চামচ ওই বেটে নেওয়া পাতা আর ১ চামচ মধু ভাল ভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে মাস্কটি লাগান এবং ১৫-২০ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। গ্রিন টি ত্বককে উজ্জ্বল ও টানটান করতে সাহায্য করে। এই মাস্ক শীতকালের শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী।

৩. গ্রিন টি ও চিনি দিয়ে স্ক্রাব

২ চামচ ঘন গ্রিন টি, ১ চামচ চিনি এবং ১/২ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল এক সঙ্গে মিশিয়ে নিন। আলতো হাতে ত্বকে ঘষুন। মিনিট দশেক রেখে দিন। তার পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

শীতে মৃত কোষ জমে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। গ্রিন টি ও চিনির স্ক্রাব মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ রাখে। আর তেল ত্বককে আর্দ্র রাখবে। ফলে শীতেও ত্বক থাকবে উজ্জ্বল

Advertisement
আরও পড়ুন