New Fashion Trend

ছেলের নাড়ি দিয়েই পেনডেন্ট বানালেন কার্ডি বি! কত খরচ পড়ল আমেরিকান র‌্যাপারের?

ছেলের নাড়ি দিয়ে কার্ডি বি বানিয়ে ফেলেছেন সোনার পেনডেন্ট। সম্প্রতি জুলিয়ান মেরি কোরোনা নামে এক মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন, কী ভাবে কার্ডির ছেলের নাড়ি দিয়ে পেনডেন্ট বানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:০৭
সোনায় বাঁধানো নাড়ির স্পন্দন।

সোনায় বাঁধানো নাড়ির স্পন্দন। ছবি: সংগৃহীত।

সম্প্রতি চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন আমেরিকান র‌্যাপার কার্ডি বি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০১৭ সালে আর এক র‍্যাপ গায়ক অফসেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। যদিও তৃতীয় সন্তানের জন্মের পরেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় কার্ডির। তার পর স্টেফন ডিগ্‌সের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। স্টেফনের ঔরসেই চতুর্থ সন্তানেন জন্ম দেন তিনি। চতুর্থ সন্তানের জন্ম দিয়ে কার্ডি যে কীর্তি করেছেন, তা চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের। ছেলের জন্মের স্মৃতি সোনায় বাঁধিয়ে রেখেছেন তিনি।

Advertisement

ছেলের নাড়ি দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন সোনার পেনডেন্ট। সম্প্রতি জুলিয়ান মেরি কোরোনা নামে এক মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন, কী ভাবে কার্ডির ছেলের নাড়ি দিয়ে পেনডেন্ট বানিয়ে দিয়েছেন তিনি। গয়নাটি বানানোর জন্য জুলিয়ান প্রথমেই নাড়িটিকে একটি হৃদয়াকৃতির কয়েলে জড়িয়েছেন। তার পর সাইজ় মতো কাটাকুটি করে বিষয়টিকে ডিহাইড্রেট করেছেন তিনি। তার পরে দিয়েছেন সোনার পরত। ভিডিয়োর ক্যাপশনে জুলিয়ান লেখেন, ‘‘কার্ডির জন্য এই স্মৃতিটি ধরে রাখতে পেরে আমি আপ্লুত। এটা আমার জীবনের মনে রাখার মতো কাজ। নাড়ি হল মা ও সন্তানের মধ্যে যোগাযোগের আদিতম ধাপ। অন্তঃসত্ত্বা অবস্থায় এই নাড়ির সূত্রেই সন্তানকে কাছে পান মা। এই পেনডেন্টের মাধ্যমে কার্ডির চতুর্থ বার অন্তঃসত্ত্বা হওয়ার যাত্রাটা আজীবন মনে থেকে যাবে।’’

ছেলের সঙ্গে কার্ডি বি।

ছেলের সঙ্গে কার্ডি বি। ছবি: ইনস্টাগ্রাম।

এই গোটা প্রক্রিয়াটি করতে কার্ডির খরচ পড়েছে প্রায় ৬১৫ ডলার(ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫,০০০ টাকা)। সন্তানের জন্মের পর তার সঙ্গে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন কার্ডি। তবে ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি র‌্যাপার।

Advertisement
আরও পড়ুন