Winter Skin Care

শীতে মুখে ব্রণ-র‌্যাশ, ত্বকের সমস্যা ভোগায় পুরুষদেরও! কেমন পরিচর্যায় ত্বক নরম ও মসৃণ থাকবে?

ত্বকের যত্ন প্রয়োজন ছেলেদেরও। শুধু ময়েশ্চারাইজ়ার মাখলেই হবে না। কোন সমস্যায় কী ভাবে ত্বকের যত্ন নেবেন, তা জেনে রাখা জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৮
Cold-Weather Acne Solutions and skin care tips for Men

শীতে পুরুষদের ত্বকের কিছু সমস্যা ও প্রতিকারের উপায়। ছবি: ফ্রিপিক।

শীতের শুষ্ক আবহাওয়া, ধুলোবালি, সবই ত্বকের জেল্লা চুরি করে নেয়। একটু অবহেলা করলেই ত্বক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রণ-র‌্যাশের সমস্যা যে কেবল মেয়েদের হয়, তা নয়। শীতের সময়টাতে ব্রণর সমস্যা ভোগায় পুরুষদেরও। চামড়ায় টান ধরা, দাড়ি কাটার পরে জ্বালা, কালচে ছোপ এ সব সমস্যা হয়ই। অথচ ছেলেরা ত্বকের পরিচর্যা নিয়ে বড়ই উদাসীন। এখন বিপণিগুলিতে পুরুষের ত্বকের পরিচর্যার সামগ্রীর সম্ভার সহজলভ্য। তবে সেগুলিও যে ত্বকের জন্য ভাল, তা-ও নয়। যাঁরা এখনও ত্বকচর্চা নিয়ে ওয়াকিবহাল নন, তাঁদের জন্য রইল কিছু পরামর্শ।

Advertisement

পুরুষের ত্বকের যত্নের কিছু টিপ্‌স

ব্রণর সমস্যা বেশি

পেশাগত কারণে বেশি সময়ে বাইরে থাকতে হয় বা ধুলো-ধোঁয়া রয়েছে এমন জায়গায় যাঁরা থাকেন, তাঁদের ত্বকের সমস্যা বেশি হয়। ব্রণ সারাতে মহিলারা নানা রকম ফেসপ্যাক, ফেস-মাস্ক ব্যবহার করেন। পুরুষের জন্যও কিন্তু উপায় আছে। দিনে অন্তত দু’বার ঠান্ডা জলে মুখ ধুতে হবে। এমন ক্রিম বা জেল ব্যবহার করতে হবে, যাতে স্যালিসাইলিক অ্যাসিড ও বেঞ্জয়েল পারঅক্সাইড রয়েছে। ঘরোয়া উপায়ে হলুদ-মধু ও কাঁচা দুধের প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই ব্রণ কমবে।

ত্বক খুব শুষ্ক হলে

কফি পাউডারে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে মাখতে হবে। দশ মিনিট রেখে ভাল করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর পর বাইরে না বেরোলে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিলে ভাল। যদি দিনের বেলায় এই প্যাক লাগান, তা হলে শেষে সানস্ক্রিন ব্যবহার করবেন।

ত্বকে জ্বালা ভাব বেশি হলে

অনেক ছেলেই বলেন, শীতে ত্বকের জ্বালাভাব বাড়ে, মুখটা লাল দেখায়। হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড বা ওটমিল যুক্ত ময়েশ্চারাইজ়ার লাগালে উপশম হবে। অ্যালকোহল আছে এমন পণ্য এড়িয়ে চলুন। স্নানের জল খুব গরম হলেও ত্বকের সমস্যা দেখা দেবে। প্রতিদিন ঈষদুষ্ণ জলে স্নান করুন।

দাড়ি কামানোর পরে ব্রণ বেরোলে

শীতের শেভিং রুটিনেও একটু সতর্কতা প্রয়োজন। উন্নত মানের শেভিং জেল দিয়ে আলতো স্ট্রোকের মাধ্যমে দাড়ি কাটতে হবে। মুখ ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন। তার পর ক্যামোমাইল বা টি ট্রি অয়েল সমৃদ্ধ ময়েশ্চারাইজ়ার সমস্যার সমাধান হবে।

Advertisement
আরও পড়ুন