Skin Care Tips from Doctor

জানার ভুলেও ক্ষতি হতে পারে ত্বকের, রূপচর্চার প্রচলিত পন্থা নিয়ে কী বলছেন চিকিৎসক?

রূপচর্চা সংক্রান্ত অনেক ধারণায় লুকিয়ে রয়েছে ভুল-ভ্রান্তি। কোন ভুল শুধরে নেওয়া দরকার? কী পরামর্শ দিচ্ছেন ত্বকের চিকিৎসক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:০৮
ত্বকের যত্ন করতে গিয়ে ভুল করে ফেলছেন না তো?

ত্বকের যত্ন করতে গিয়ে ভুল করে ফেলছেন না তো? ছবি:ফ্রিপিক।

কী ভাবে ত্বকের পরিচর্যা করা উচিত, তা নিয়ে যেমন নতুন ধারণা তৈরি হচ্ছে, তেমনই এখনও কিছু পুরনো ভাবনা মেনে চলেন অনেকে। কিন্তু যা ভাবা হয়, সমাজমাধ্যমে যে পরামর্শ দেওয়া হয়, তার সবটাই ঠিক নয়। এ নিয়েই এবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন ত্বকের চিকিৎসক গুরবীন ওয়ারাইচ।

Advertisement

ডবল ক্লিনজ়িং ভাল না খারাপ?

ইদানীং ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে ‘ডবল ক্লিনজ়িং’-এর কথা বলা হচ্ছে। বিষয়টি হল, এক বারের বদলে দু’বার মুখ পরিষ্কার। প্রথম বার তেল বা জল দিয়ে মেকআপ, ধুলো, ময়লা তুলে ফেলার পর আরও এক বার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। চিকিৎসক বলছেন, ‘‘পদ্ধতিতে কোনও ভুল নেই। কিন্তু প্রশ্ন হল, এটা কাদের দরকার, কখন দরকার? যিনি সানস্ক্রিন মেখে বেরোচ্ছেন, মেকআপ করেছেন তাঁর জন্য ডবল ক্লিনজ়িং প্রয়োজন।’’ চিকিৎসক সতর্ক করছেন, যিনি মেকআপ ব্যবহার করেননি, দিনের বেশির ভাগটাই বাতানুকূল যন্ত্র রয়েছে, এমন ঘরেই কাটছে, তাঁর কিন্তু এই পদ্ধতির প্রয়োজন নেই। তাঁর মতে যে কোনও একটি ভাল ক্লিনজ়ার ব্যবহারই যথেষ্ট।

‘মাইসেলার ওয়াটার’-এর ব্যবহার বিধি

মেকআপ তুলে ফেলতে, ধুলো-ময়লা পরিষ্কার করতে অনেকেই ‘মাইসেলার ওয়াটার’ ব্যবহার করেন। জিনিসটি দেখতে জলের মতোই, চটচটেও নয়। স্বাভাবিক ভাবেই তা দিয়ে মুখ পরিষ্কারের পর ধোয়ার কথা কেউ ভাবেন না। তবে চিকিৎসকের কথায়, ‘‘বিষয়টি হল সাবান দিয়ে বাসন ধুয়ে ফেলে রাখা। সাবান দেওয়ার পর বাসন জলে ধুতে হয়। এটাও ঠেক তেমনই।’’

Advertisement
আরও পড়ুন