Winter Care Tips

শীত বাড়তেই মুঠো মুঠো চুল উঠছে? ধনেপাতা দিয়েই চুল পড়া বন্ধ করুন, জেনে নিন কৌশল

ধনেপাতার মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। এগুলি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর জেরে চুলের পড়ার সমস্যা কমে যায়। চুলের একাধিক সমস্যা এড়ানো যায় ধনেপাতা দিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৫
কী ভাবে ধনেপাতা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে?

কী ভাবে ধনেপাতা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে? ছবি: এআই।

ঝালে-ঝোলে-অম্বলে, শীতকালীন রান্না ধনেপাতা ছাড়া কল্পনা করা যায় না। তবে এই পাতা যে রান্নায় ব্যবহার করা হয়, তা নয়। চুলের যত্নআত্তিতেও ধনেপাতার ভূমিকা অনবদ্য। চুলের দেখাশোনায় ধনেপাতার ব্যবহার আদৌ কতটা উপকারী হবে, তা নিয়ে অনেকেরই নানা সংশয় থাকতে পারে। কিন্তু এক বার ব্যবহার করা শুরু করলে, সেই সংশয় ধুয়েমুছে সাফ হয়ে যাবে। চুল ভাল রাখতে কী ভাবে ব্যবহার করবেন ধনেপাতা?

Advertisement

ধনেপাতার মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। এগুলি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এর জেরে চুল পড়ার সমস্যা কমে যায়। চুলের একাধিক সমস্যা এড়ানো যায় ধনেপাতা দিয়ে।

কী ভাবে ব্যবহার করবেন?

১) এক বাটি নারকেল তেলে বেশ খানিকটা ধনেপাতা ভিজিয়ে দিন। ৪-৫ দিন পর সেই তেল ছেঁকে শিশিতে ভরে রাখুন। সপ্তাহে তিন থেকে চার বার শ্যাম্পু করার আধ ঘণ্টা আগে মেখে নিন। এই তেল চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল পড়াও বন্ধ হবে।

২) অ্যালো ভেরার উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। অ্যালো ভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালো ভেরার সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া হ্রাস পায়। এ ছাড়াও এই মিশ্রণটি চুলকে নরম ও মসৃণ রাখে।

৩) ধনেপাতার রসের সঙ্গে দু’চামচ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথায় মেখে রাখা যেতে পারে। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল ঘন হবে।

Advertisement
আরও পড়ুন