Hair Care Tips

একটা পাকা চুল তুললে সারা মাথা পাকা চুলে ভরে যাবে! ধারণাটি কি ঠিক?

দিন দিন অল্পবয়সিদের মধ্যে চুলে পাক ধরার সমস্যা বাড়ছে। ছোট থেকে শুনে এসেছেন, পাকা চুল তুললে তা আরও বেড়ে যায়। কিন্তু এমন ধারণার পিছনে আদৌ বিজ্ঞানসম্মত কোনও যুক্তি আছে কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৬:০৬
পাকা চুল তোলার অভ্যাস ঠিক না কি ভুল?

পাকা চুল তোলার অভ্যাস ঠিক না কি ভুল? ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণির ছাত্রী এষা। আচমকা মাথায় দু’টি পাকা চুল দেখতে পেয়ে, তার আর চিন্তার শেষ নেই। তবে কি এ বার সমস্ত চুলেই পাক ধরবে? বয়স হলে চুলে পাকবে, জানা কথাই। কিন্তু অনেকের কৈশোরেও পাকা চুল দেখা যায়। দিন দিন অল্পবয়সিদের মধ্যে চুলে পাক ধরার সমস্যা বাড়ছে। ছোট থেকে শুনে এসেছেন, পাকা চুল তুললে তা আরও বেড়ে যায়। কিন্তু এমন ধারণার পিছনে আদৌ বিজ্ঞানসম্মত কোনও যুক্তি আছে কি?

Advertisement

চিকিৎসকেরা বলছেন, এই ধারণার বাস্তবসম্মত কোনও ভিত্তি নেই। তাই বলে মনের আনন্দে পাকা চুল তুলে যাবেন, এমনটাও ঠিক নয়। অনেকেরই এই অভ্যাস থাকে, আর এই কারণে সংক্রমণ, টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পাকা চুল তুললেই যে পাকা চুলের সংখ্যা বেড়ে যাবে, এমন নয়। তবে চুলের গোড়া যে ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

চুলের রং নির্ভর করে মেলানিনের উপর। এই মেলানিন হল চুলের ফলিকলের গোড়ায় থাকা বিশেষ এক ধরনের কোষ, যা রং ধরে রাখতে সাহায্য করে। পাকা চুল তুলে নিলে সেখানে আবার যে নতুন চুলটি গজায়, তার রং সাদা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, চুলটি ওই পুরনো ফলিকল থেকেই জন্মায়।

Advertisement
আরও পড়ুন