Fashion Tips For Durga Puja

পুজো মানেই রঙের ছোঁয়া! চেনা ছক ভেঙে সাদা পোশাকেই নজর কাড়ুন সকলের

আপনারও কি সাদা রং প্রিয়? অথচ উৎসবে কী ভাবে সাদা রঙের পোশাকে সেজে উঠবেন ভেবে পাচ্ছেন না? সাজে আনতে পারেন বলিউডি ছোঁয়া। সেজে উঠুন তারকাদের সাজে!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৯
সাদা রঙেও জমে যেতে পারে উৎসবের সাজ।

সাদা রঙেও জমে যেতে পারে উৎসবের সাজ। ছবি: সংগৃহীত

উৎসবের মরসুমে সকলেই রঙিন সাজে সেজে উঠতে চান। অনেকের ধারণা, জমকালো রঙিন পোশাকই বুঝি উৎসবের সাজের সঙ্গে মানানসই। তবে ভিড়ের মাঝে যদি সকলের নজর কাড়তে চান, তা হলে কিন্তু এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সাদা রঙেও জমে যেতে পারে উৎসবের সাজ। কেবল জানতে হবে সঠিক কায়দা!

Advertisement

আপনারও কি সাদা রং প্রিয়? অথচ উৎসবে কী ভাবে সাদা রঙের পোশাকে সেজে উঠবেন, ভেবে পাচ্ছেন না? সপ্তমীতে একটা সাদা চিকনকারি কুর্তি বা সালোয়ার পরতেই পারেন। হাতের নকশা করা চিকনকারির কিন্তু বিশ্ব জুড়ে কদর। পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার একটা ব্যাপার থাকে। সে ক্ষেত্রে হিনা খানের মতো একটি চিকনকারির কুর্তা পরতেই পারেন। সেজে উঠতে পারেন পারেন রূপোর গয়নায়। গলায় একটা চোকার, হাতে বালা আর নাকে নথ— এতেই সম্পূর্ণ আপনার সপ্তমীর সাজ হিট।

সাদা চিকনকারি কুর্তি সঙ্গে গলায় একটা চোকার, হাতে বালা আর নাকে নথ— এতেই আপনার সপ্তমীর সাজ হিট।

সাদা চিকনকারি কুর্তি সঙ্গে গলায় একটা চোকার, হাতে বালা আর নাকে নথ— এতেই আপনার সপ্তমীর সাজ হিট। ছবি: সংগৃহীত

অষ্টমী মানেই শাড়ি পরা ‘মাস্ট’! এ ক্ষেত্রে সকলেই হয় ভারী কাজের কাতান, আর নয় উজ্জ্বল রঙের বালুচরি, কাঁথা স্টিচের শাড়ি বেছে নেন। তবে নিজেকে সে দিন একটু অন্য ভাবে সাজাতে চাইলে আলিয়া ভট্টের মতো সাদা সিল্কের শাড়ি পরতেই পারেন। সাদা শাড়ির উপর সাদা হাকোবা কাপড়ের পাড় আর সঙ্গে একটা হাতকাটা সাদা রঙের হাকোবা ব্লাউজই সকলের নজর কাড়ার জন্য যথেষ্ট। হালকা মেক আপ, লাল লিপস্টিক, লাল টিপ আর খোলা চুলে গোটা দুয়েক লাল গোলাপেই করুন বাজিমাত।

অষ্টমীতে একটু অন্য ভাবে সাজাতে চাইলে আলিয়া ভট্টের মতো সাদা সিল্কের শাড়ি পরতেই পারেন।

অষ্টমীতে একটু অন্য ভাবে সাজাতে চাইলে আলিয়া ভট্টের মতো সাদা সিল্কের শাড়ি পরতেই পারেন। ছবি: সংগৃহীত

নমবীর সাজ একটু জমকালো হলে মন্দ হয় না। সে ক্ষেত্রে জাহ্নবীর মতো সাদা চুমকির কাজ করা শাড়ি পরতে পারেন। পুজোয় একটু সাহসী লুকে সাজতে চাইলে এই রকম শাড়ির সঙ্গে একচা ‘ডিপ নেক’ ব্লাউজ পরে ফেলতেই পারেন। এর সঙ্গে একটা নানা রঙের একটা দুল, খোলা চুল আর হালকা ‘স্মোকি আই’ লুকেই সেজে উঠতে পারেন নবমীর সাজে।

নমবীতে একটু জমকালো সাজের ক্ষেত্রে জাহ্নবীর মতো সাদা চুমকির কাজ করা শাড়ি পরতে পারেন।

নমবীতে একটু জমকালো সাজের ক্ষেত্রে জাহ্নবীর মতো সাদা চুমকির কাজ করা শাড়ি পরতে পারেন। ছবি: সংগৃহীত

দশমীতে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টির পরিকল্পনা? অথচ সাবেকি সাজেই যেতে হবে সেখানে। সে ক্ষেত্রে মালাইকা অরোরার মতো একটা সাদা লেহঙ্গা ও ফুল হাতা ক্রপ টপেই নজর কাড়তে পারেন সবার। লেহঙ্গা না হলে স্কার্টও চলবে। তবে সাদার সঙ্গে একটু ভিন্ন রঙের গয়না বাছতে পারেন।

দশমীতে মালাইকা অরোরার মতো একটা সাদা লেহঙ্গা ও ফুল হাতা ক্রপ টপেই নজর কাড়তে পারেন সবার।

দশমীতে মালাইকা অরোরার মতো একটা সাদা লেহঙ্গা ও ফুল হাতা ক্রপ টপেই নজর কাড়তে পারেন সবার। ছবি: সংগৃহীত

মালাইকার মতো সবুজ চোকার আর লম্বা সীতাহার দারুণ সঙ্গ দেবে আপনার সাজপোশাকের। মেক আপ হালকা হলেও চোখের মেক আপটা সুন্দর করে করতে হবে।

Advertisement
আরও পড়ুন