Beauty Hacks

আলিয়া, কিয়ারার মতো গোলাপি ঠোঁট চাই? সালোঁয় নয়, হেঁশেলে গেলেই পাবেন মনের মতো ফল

অভিনেত্রীদের নরম গোলাপি ঠোঁটের রহস্য কী? কী ভাবে ঠোঁটের যত্ন নেন তাঁরা? পুজোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে। জেনে নিন, ঠোঁটের যত্নে কোন স্ক্রাব বেশি কার্যকর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৩৫
নায়িকাদের মতো ঠোঁটে গোলাপি আভা আনতে সালোঁয় নয়, হেঁশেলে ঢুঁ মারুন।

নায়িকাদের মতো ঠোঁটে গোলাপি আভা আনতে সালোঁয় নয়, হেঁশেলে ঢুঁ মারুন। ছবি: সংগৃহীত।

অনেকেই আছেন, যাঁদের ঠোঁট কেবল শীতকালেই নয়, সারা বছরই ফাঁটে। শত চেষ্টা করেও নায়িকাদের মতো কোমল নরম ঠোঁট কিছুতেই পাওয়া যায় না। অনেকের ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যায়। তাই চামড়া উঠে রুক্ষ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস থাকে বার বার ঠোঁট কামড়ে ফেলার। ভিটামিনের অভাব বা শরীরে ডিহাই়ড্রেশনের সমস্যা হলেও ঠোঁট শুকিয়ে যায়। আর ফাঁটা ঠোঁটে লিপস্টিক লাগালেই তা আরও বেশি করে চোখে পড়ে। তবে কি পুজোয় সাজগোজ করবেন না? অভিনেত্রীদের নরম গোলাপি ঠোঁটের রহস্য কী? কী ভাবে ঠোঁটের যত্ন নেন তাঁরা? পুজোর আগে ঠোঁটের যত্ন নিতে নিয়ম করে স্ক্রাব ব্যবহার করতে হবে। হেঁশেলের কিছু সাধারণ উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করতে পারেন লিপ স্ক্রাব। জেনে নিন, কোন কোন উপকরণে ভরসা রাখবেন।

Advertisement

১) ব্রাউন সুগার স্ক্রাব: ত্বকের মৃত কোষ দূর করার অন্যতম একটি উপাদান হল ব্রাউন সুগার। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করতে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এক চামচ ব্রাউন সুগার, দু’চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। আঙুল দিয়ে এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষে নিন। কিছু ক্ষণ রেখে দিয়ে জলে ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁটে বুলিয়ে নিন।

২) ওটমিল স্ক্রাব: একটি পাত্রে এক চা চামচ ওট্স গুঁড়ো আর মধু মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ভাল করে ঠোঁটে বুলিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল ও মসৃণ।

৩) কফি স্ক্রাব: ধোঁয়া ওঠা কফির চাইতে গরমে ক্রিম দেওয়া ঠান্ডা কফিতেই গলা ভেজাতে ভালবাসেন অনেকে। গলা ভেজানোর পাশাপাশি ঠোঁটের যত্নেও কাজে লাগাতে পারেন কফি। এক চামচ কফির গুঁড়ো ও দু’চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে নিন। চাইলে এই মিশ্রণটি বানিয়েও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন-চার দিন মাখতে পারেন। উপকার পাবেন।

Advertisement
আরও পড়ুন