Homemade Lip Scrub

শীতে ঠোঁটে শুধু বাম মাখাই যথেষ্ট নয়, নরম ওষ্ঠাধর পেতে কেন স্ক্রাবিং জরুরি, বাড়িতে কী ভাবে তা করবেন?

শীতের দিনে বড্ড ঠোঁট ফাটছে? বাম লাগালেও, ফাটা ঠোঁটের ছাল কিন্তু উঠতে চায় না। দরকার হয় স্ক্রাবিংয়ের। বাড়িতে কী ভাবে স্ক্রাব বানিয়ে তা ব্যবহার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২০:১০
ঠোঁটে স্ক্রাব কী ভাবে করবেন?

ঠোঁটে স্ক্রাব কী ভাবে করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে যদি ঠোঁট ফেটে চামড়া উঠে থাকে। শীতের দিনে অনেক সময় বাম মাখলেও কিন্তু ঠোঁট থেকে ছাল ওঠা কমে না। তা ছাড়া, ছাল ওঠা ওষ্ঠাধরের খুঁত ঢাকতে লিপস্টিক ব্যবহার করলে, তা দেখায় আরও বিশ্রী। এমন সমস্যার সমাধানে শুধু বাম মাখাই যথেষ্ট নয়। নরম, গোলাপি ঠোঁট পেতে দরকার বিশেষ যত্ন। আর তারই একটি জরুরি ধাপ হল স্ক্রাবিং।

Advertisement

ত্বকের যত্নে ক্লিনজ়িং, স্ক্রাবিং, টোনিং, ময়েশ্চারাজ়িং— এই শব্দবন্ধগুলির সঙ্গে রূপ সচেতন সকলেই পরিচিত। তবে ঠোঁটেরও স্ক্রাবিং দরকার হয়। মুখ থেকে মৃত কোষ ঝরিয়ে ফেলতে যেমন স্ক্রাব লাগে, ঠোঁটের ক্ষেত্রেও তাই। শীতের মরসুমে ঠোঁট শুষ্ক হয়ে গেলেই ঠোঁট ফেটে যায় বা ছাল উঠতে শুরু করে। অনেকে সেই ছাল টেনে তোলার চেষ্টা করেন। তার ফলে রক্ত বেরিয়ে যায়। আবার সেই ছালের উপর যতই বাম দেওয়া হোক না কেন, ঠোঁটটি কিন্তু মোটেই দেখতে ভাল লাগে না।

ওষ্ঠাধর নরম, সুন্দর এবং গোলাপি রাখতে হলে তাই স্ক্রাবিং জরুরি। চাইলে বাড়িতেই বানাতে পারেন স্ক্রাব। শিখে নিন পদ্ধতি।

পদ্ধতি ১

১ টেবিল চামচ চিনি

১ টেবিল চামচ নারকেল তেল

৪-৫ ফোঁটা মধু

তিন উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। তার পর ঠোঁটের উপর আলতো চাপ দিয়ে ২ মিনিট গোল করে ঘষুন। তাতেই ঠোঁটের মরা কোষ, চামড়া আস্তে আস্তে উঠে আসবে। ঠোঁট ধোয়ার পরে নরম হয়ে যাবে। এই অবস্থায় ঘি বা শিয়া বাটার লাগিয়ে রাখুন। রাতভর রাখলেই ঠোঁট নরম হবে। ধীরে ধীরে গোলাপি আভা ফিরবে।

পদ্ধতি ২

১ টেবিল চামচ কফির গুঁড়ো

১টেবিল চামচ অলিভ অয়েল

দুই উপকরণ ভাল করে মিশিয়ে নিন। ওষ্ঠাধর ২-৩ মিনিট আলতো করে মাসাজ করুন। তার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন স্ক্রাব করলেই ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

পদ্ধতি ৩

১ টেবিল চামচ ওট্‌স গুঁড়ো

১ টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো

২ টেবিল চামচ দুধ

৩-৪ ফোঁটা মধু

মিশ্রণটি শুধু ঠোঁট নয়, গোটা মুখেই মাখতে পারেন। আলতো চাপ দিয়ে মুখ এবং ঠোঁটে মাসাজ করে নিন। মিনিট পাঁচেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি বার স্ক্রাবিংয়ের পর মাখন, ঘি অথবা শিয়া বাটার কিংবা ভাল কোনও লিপ বাম মাখা জরুরি।

Advertisement
আরও পড়ুন