DIY Lip Balm

বাড়িতে বানানো লিপ বামেই লালচে হবে ঠোঁট! আবহাওয়া বদলের মরশুমে নরমও থাকবে

হঠাৎ হঠাৎ হাওয়াবদলের প্রভাব পড়ছে ঠোঁটে। ঠোঁটের নরম ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাচ্ছে। বেরং হচ্ছে লালচে আভা। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঘরোয়া টোটকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৪২

ছবি : সংগৃহীত।

আবহাওয়ায় বদল আসছে। কখনও ঠান্ডা ভাব। কখনও গনগনে গরম। আর এই হঠাৎ হঠাৎ হাওয়াবদলের প্রভাব পড়ছে ঠোঁটে। ঠোঁটের নরম ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাচ্ছে। বেরং হচ্ছে লালচে আভা। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঘরোয়া টোটকা। ঠোঁটের যত্ন নিতে নানা ধরনের লিপ বাম ব্যবহার করেন বাড়িতে। পুষ্টিকর উপাদান দিয়ে তা বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব। তাতে ঠোঁট যেমন সুন্দর দেখাবে, তেমনই পুষ্টিও পাবে। ফিরবে প্রাকৃতিক লালচে মসৃণ ভাব।

Advertisement

যা লাগবে

বিসওয়াক্স ১ চা চামচ, নারকেল তেল ১ টেবিল চামচ, শিয়া বাটার ১ চা চামচ, বিটরুট পাউডার ১/২ চা চামচ, ভিটামিন ই তেল ৩-৫ ফোঁটা, একটি কাচের বাটি।

কী ভাবে বানাবেন?

একটি জলভর্তি পাত্রের উপর একটি ছোট কাঁচের বাটি বসিয়ে তাতে মোম, নারকেল তেল এবং শিয়া বাটার দিয়ে অল্প আঁচে গরম করুন।

যতক্ষণ না সব উপাদান পুরোপুরি গলে যায়। তার পরে আঁচ বন্ধ করুন। সামান্য ঠান্ডা হতে দিন। তবে পুরো জমে যেতে দেবেন না।

এর পরে বিটরুটের পাউডার এবং ভিটামিন ই তেল মিশিয়ে নিন। রং ভালো করে মেশানোর জন্য দ্রুত নাড়তে থাকুন।

এর পরে মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই খুব সাবধানে একটি কাচের কৌটায় ঢেলে নিন বা টিউবের মধ্যে ঢেলে দিন।

লিপ বাম পুরোপুরি ঠান্ডা করে দ্রুত জমাতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। তার পরে ঠোঁটে ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন