Deep Condition Hair

শীতের রুক্ষ চুলে জেল্লা ফেরাতে প্রয়োজন 'ডিপ কন্ডিশনিং', রইল সহজ কিছু পদ্ধতি

স্বাস্থ্যোজ্জ্বল চুলের গোড়ার কথা কন্ডিশনিং। চুলের প্রকৃতি অনুযায়ী বদলে যায় কন্ডিশনিংয়ের ধরন। শীতের সময়ে রুক্ষ ও খসখসে চুলে জেল্লা ফেরাতে প্রয়োজন ডিপ কন্ডিশনিং। কী ভাবে করবেন, রইল পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:০০
Here are some tips to deep condition hair

রুক্ষ ও খসখসে চুলের জেল্লা ফেরাতে বাড়িতে করুন 'ডিপ কন্ডিশনিং', রইল সহজ পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীতের দিনে শুষ্ক আবহাওয়া ও ধুলোবালির কোপে রোজ জেল্লা হারাচ্ছে চুল। তার সঙ্গে যদি যোগ হয় শখের হেয়ার কালারের কয়েক রাউন্ড স্ট্রোক। স্টাইল ষোলো আনা হলেও চুল কিন্তু হারাবে তার প্রয়োজনীয় পুষ্টিগুণ। শীতের দিনে এমনিতেই চুল পড়ার সমস্যা বাড়ে। তার উপরে নানা রকম কেশসজ্জা, প্রসাধনীর কারণে চুলের জেল্লা হারাতে থাকে। আরও রুক্ষ হয়ে যায় চুল। সে কারণে প্রয়োজন 'ডিপ কন্ডিশনিং'। এর জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই তা করতে পারেন সহজ কিছু উপায়ে।

Advertisement

ডিপ কন্ডিশনিংয়ের সহজ পদ্ধতি

চুল স্ট্রেট হোক বা কোঁকড়ানো, তেলতেলে বা ড্রাই, সব চুলেই সপ্তাহে এক দিন ডিপ কন্ডিশনিং জরুরি।

টক দই

প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগানোর দরকার নেই। চুল মুছে শুকিয়ে নিন। মোটামুটি শুকিয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত দই মেখে নিন, এ ভাবে আধ ঘণ্টা থাকুন। হয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলবেন। চুল অত্যধিক তৈলাক্ত হলে, টক দইয়ের কন্ডিশনিং ভাল কাজ করবে।

অ্যালো ভেরা

চুলে কোমল, মসৃণভাব আনতে অ্যালো ভেরা জেল খুবই কাজের। কারণ এই জেলের বেশিরভাগটাই জলীয় উপাদান যা চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অ্যালো ভেরা পাতা কেটে আধ কাপ বা তার একটু বেশি পরিমাণ জেল বার করে নিন। এ বার সেই জেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। শ্যাম্পু করার পরে চুল ধুয়ে নিয়ে ভাল করে অ্যালো ভেরা জেল মালিশ করে নিন চুলে। আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে চুল ধুয়ে নিন।

মধু ও নারকেল তেল

এক কাপ নারকেল তেলে দুই চামচ মধু মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি চুলে খুব ভাল করে মালিশ করে নিন। এর পর ৩০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন। এর পরে আরও একবার কন্ডিশনার লাগিয়ে নিন চুলে।

Advertisement
আরও পড়ুন