Wet Wipes

Skin care Tips: ঘাম মোছার ভেজা টিস্যু ব্যবহার করছেন? আদৌ স্বাস্থ্যকর তো

ধুলো-ধোঁয়ায় জেরবার নিজের মুখ পরিচ্ছন্ন রাখতে, একটু ঠান্ডার পরশ পেতে সুগন্ধি টিস্যুতেই ভরসা রাখি আমরা। ত্বকের পক্ষে কি তা স্বাস্থ্যকর?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২২ ২১:০৫
যাঁরা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাঁদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়।

যাঁরা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাঁদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়। ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে ঘেমে নাজেহাল? ব্যাগের ভিতর তো রয়েছে ভেজা টিস্যু। ধুলো-ধোঁয়ায় জেরবার নিজের মুখ পরিচ্ছন্ন রাখতে, একটু ঠান্ডার পরশ পেতে এমন সুগন্ধি টিস্যুতেই ভরসা রাখি আমরা। কিন্তু এই জাতীয় টিস্যুর ব্যবহার কি আদৌ স্বাস্থ্যকর?

আমেরিকার ‘নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি’-র গবেষক জন কুক মিলসের গবেষণা অনুযায়ী, যাঁরা নিয়মিত এই জাতীয় টিস্যু ব্যবহার করেন, তাঁদের ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়। তার কারণ এতে জীবাণু প্রতিরোধকারী এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।

Advertisement
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কেন ভেজা টিস্যুর ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন রূপ বিশেষজ্ঞরা?

১) এতে জীবাণু প্রতিরোধক এবং সুগন্ধী হিসেবে যে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার অনেকগুলিই ত্বকের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এর কারণে।

২) এই ধরনের টিস্যু ব্যবহার করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এই রকম টিস্যুর মধ্যে জীবাণু জমে থাকে এবং ক্রমশ তা বংশবৃদ্ধি করে।

৩) টিস্যু হলেও এই ‘ওয়েট টিস্যু’ কোনও ভাবেই কাগজ নয়। বরং এতে প্লাস্টিকের তন্তু থাকে। সেটি পরিবেশের জন্য তো বটেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

Advertisement
আরও পড়ুন