Jasmine Oil

জুঁই ফুলের তেল কী ভাবে ব্যবহার করলে চুল লম্বা হবে, ঘনত্বও বাড়বে? শিখে নিন কিছু পদ্ধতি

জুঁই ফুলের তেল ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ যা চুলের পুষ্টি জোগায় এবং চুল পড়া বন্ধ করতে পারে। পাশাপাশি, মাথার ত্বকে কোনও সংক্রমণ হলে, সে ক্ষেত্রেও উপযোগী হতে পারে জুঁই ফুলের তেল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
Here’s a guide on how to use Jasmine oil to stimulate hair growth

জুঁই ফুলের তেল কী ভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে? ছবি: ফ্রিপিক।

কোমর ছাপানো চুল চান? তা হলে চুলে নিয়মিত তেল মালিশ করতেই হবে। অনেকেই জুঁই ফুলের তেল মাখেন মাথায়। দোকান থেকে কেনা জুঁই ফুলের তেল হোক বা বাড়িতে বানানো, সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে কোনও লাভই হবে না। কেশচর্চায় জুঁইফুলের বেশ গুরুত্ব রয়েছে। এই তেল ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ যা চুলের পুষ্টি জোগায় এবং চুল পড়া বন্ধ করতে পারে। পাশাপাশি, মাথার ত্বকে কোনও সংক্রমণ হলে, সে ক্ষেত্রেও উপযোগী হতে পারে জুঁইফুলের তেল। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, চুলের ডগা ফাটার সমস্যা দূর হয়।

Advertisement

কী পদ্ধতিতে ব্যবহার করবেন?

নারকেল তেলে মিশিয়ে

২ থেকে ৩ চা চামচ যে কোনও ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেল, জ়োজোবা তেল নিয়ে কম আঁচে গরম করে নিন। এ বার তাতে ৫ থেকে ৬ ফোঁটা জুঁইফুলের তেল মেশান। এই তেল ভাল করে চুলে ও মাথার তালুতে মালিশ করতে হবে ৫-১০ মিনিট। ৩০ মিনিট অপেক্ষা করে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

লাভ কী? সপ্তাহে ২-৩ বার এই তেল মাথায় মাখলে চুল পড়া বন্ধ হবে। চুলের গোড়া মজবুত হবে। যাঁরা লম্বা চুল চান, তাঁরা এই পদ্ধতিতে ব্যবহার করলে উপকার পেতে পারেন।

২) অ্যালো ভেরার সঙ্গে

শুধু ত্বক নয়, চুলের ক্ষেত্রেও একই রকম ভাবে কার্যকরী অ্যালো ভেরা। চুল আর্দ্র রাখে, ফলে চুল সহজে রুক্ষ হয়ে পড়ে না। অ্যালো ভেরা চুলে অনেকটা প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে। অ্যালো ভেরার সঙ্গে জুঁই ফুলের তেল মিশিয়ে মাথায় মাখলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়।

২ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ৫-৬ ফোঁটা জুঁই ফুলের তেল মিশিয়ে ভাল করে মাথায় মালিশ করতে হবে। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

লাভ কী? সপ্তাহে দু’বার ব্যবহার করলেই খুশকি দূর হবে। রুক্ষ চুলের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য এই তেল কার্যকরী হবে। মাথার ত্বকে ব্রণ বা র‌্যাশের সমস্যা থাকলেও এই তেল ব্যবহার করা যাবে।

৩) ক্যাস্টর অয়েলের সঙ্গে

ক্যাস্টর অয়েলের সঙ্গে জুঁই ফুলের তেল মিশিয়ে মাথায় মাখলে তা অনেক বেশি কার্যকরী হয়। এই টোটকা অনেকেরই অজানা। ২ চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩-৫ ফোঁটা জুঁই ফুলের তেল মিশিয়ে নিন। এই তেল ভাল করে মাথায় মালিশ করুন। এক ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। চাইলে সারা রাতও রাখতে পারেন। সকালে শ্যাম্পু করে নিতে হবে।

লাভ কী? সপ্তাহে দু’বার ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে। এই তেল চুলের ঘনত্ব বাড়াবে। চুল দেখতেও জেল্লাদার হবে।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। জুঁই ফুলের তেল সকলের সহ্য না-ও হতে পারে। আগে হাতে সামান্য লাগিয়ে দেখে নেবেন, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না। যদি মাথার ত্বকে সংক্রমণ বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকে, তা হলে এই তেল ব্যবহার করা যাবে কি না, তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন