Jennifer Lopez in Saree

শাড়িতেও চোখ ধাঁধালেন জেনিফার লোপেজ! ধনকুবেরের বিয়েবাড়িতে কেমন সাজলেন হলিউডের তারকা?

জাঁকজমকে ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে ভারতীয় ধনকুবের রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ে। সেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকা বেশ নক্ষত্রখচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২০:৫৭
উদয়পুরের বিয়েবাড়িতে নাচে গানে মাতিয়ে দিলেন জেনিফার লোপেজ।

উদয়পুরের বিয়েবাড়িতে নাচে গানে মাতিয়ে দিলেন জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত।

বিকিনি হোক বা গায়ের সঙ্গে লেপটে থাকা বডিস্যুট! যা-ই পরুন, তাঁর চেহারার সঙ্গে দারুণ মানিয়ে যায়। কারণ তিনি জেনিফার লোপেজ। নিখুঁত চেহারার আদল বোঝানোই হয় তাঁকে দিয়ে। সেই তিনি ভারতে এলেন এক ধনকুবেরের কন্যার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। আর উদয়পুরে সেই বিয়ের আসরে তাঁকে দেখা গেল পুরোদস্তুর ভারতীয় সাজে।

Advertisement

ঝলমলে শিফন শাড়ি, সঙ্গে মাননসই হার, দুল, টিকলি, চূড়। জেনিফার সেই সব পরে যখন সামনে এসে দাঁড়ালেন, তখন কয়েক মুহূর্তের জন্য থমকালো ক্যামেরার শাটারও! কে বলবে তিনি মার্কিন পপ তারকা! স্টেজে উঠলে নাচে-গানে আগুন জ্বালিয়ে দেন। শাড়ি পরে সে এক অন্য ‘জে লো’। তাঁর হাব-ভাব-দৃষ্টি নিক্ষেপ সবেতেই ফুটে উঠছে ভারতীয় নারীর লাবণ্য। এমনকি, চুলও বেঁধেছেন পরিপাটি করে। চোখে পরেছেন কাজল।

ভারতীয় সাজে জেনিফার লোপেজ।

ভারতীয় সাজে জেনিফার লোপেজ।

জাঁকজমকে ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে ভারতীয় ধনকুবের রাজু মান্টেনার কন্যা নেত্রা মান্টেনার বিয়ে। সেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকা বেশ নক্ষত্রখচিত। বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা তো বটেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র, তাঁর ভাবী স্ত্রী এবং হলিউডের তারকাও এসেছেন তিন দিনের ওই অনুষ্ঠানে। যার আসর বসেছে উদয়পুরে।

নব দম্পতি নেত্রা মান্টেনা আর ভামসি গাদিরাজুর সঙ্গে জেনিফার লোপেজ।

নব দম্পতি নেত্রা মান্টেনা আর ভামসি গাদিরাজুর সঙ্গে জেনিফার লোপেজ।

ওই বিয়েতে পারফর্মও করেছেন জেনিফার। সেই সময় পরেছিলেন একটি রুপোলি বডিস্যুট। যা সাঁতারের পোশাকের মতোই নাতিদীর্ঘ। বিয়ের রাতে সে পোশাকে মঞ্চে উঠে চেনা অবতারেই ধরা দিয়েছেন জেনিফার। কিন্তু তার আগে সকালে বিয়ের অনুষ্ঠানে তিনি এসেছিলেন ওই শাড়ি পরে।

জেনিফারের শাড়ির নকশা করেছেন ভারতীয় পোশাকশিল্পী মনীশ মালহোত্র। শাড়িটিতে স্বচ্ছ শিফনের উপর রুপোলি চুমকির জাল নকশা করা। কাটওয়ার্কের কাজ আর দামি ক্রিস্টালের গাঁথুনিতে সেই জাল আরও মায়াবী হয়েছে। শাড়িটির সঙ্গে একই রকমের ক্রিস্টাল বসানো করসেট ব্লাউজ় পরেছেন জে লো। সঙ্গে পরেছেন হিরে আর পান্নার নেকলেস। কপালে একই রকম পাথর বসানো টিকলি। আর হাতে গয়নাও পরেছেন মার্কিন পপ তারকা। কালচে গোলাপি শাড়ির সঙ্গে জেনিফারের ওই সাজ মুগ্ধ করেছে ফ্যাশনবোদ্ধাদের। তাঁরা মানতে বাধ্য হয়েছেন, একজন বিদেশিনী হয়ে ভারতীয় পোশাককে এ ভাবে আত্মস্থ করে জে লো বুঝিয়েছেন, কেন তাঁকে ফ্যাশন আইকন বলা হয়।

Advertisement
আরও পড়ুন