Foot Care Tips

পুজোয় ত্বকের যত্ন নিলেও পায়ের দিকে নজর দেননি? ফাটা গোড়ালির সমস্যা রাতারাতি কী ভাবে কমবে?

কখনও বৃষ্টিভেজা দিনে কাদায় ভরেছে পা, কখনও আবার মণ্ডপে খালি পায়ে পুজোর আয়োজন করতে গিয়ে পায়ের দশা বেহাল হয়েছে। ফাটা গোড়ালির সমস্যা পুজোর কয়েক দিনের অত্যাচারে যেন আরও বেড়ে গিয়েছে। কী ভাবে মুক্তি পাবেন সমস্যা থেকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৩
ফাটা গোড়ালির সমস্যা গায়েব হবে রাতারাতি।

ফাটা গোড়ালির সমস্যা গায়েব হবে রাতারাতি। ছবি: শাটারস্টক।

ঘরে-বাইরে কাজ। সেই চাপ সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড়। তার উপর পুজোর ক’দিন জমিয়ে পায়ে হেঁটে ঠাকুর দেখার পর্ব চলেছে। কখনও বৃষ্টিভেজা দিনে কাদায় ভরেছে পা, কখনও আবার মণ্ডপে খালি পায়ে পুজোর আয়োজন করতে গিয়ে পায়ের দশা বেহাল হয়েছে। ফাটা গোড়ালির সমস্যা পুজোর কয়েক দিনের অত্যাচারে যেন আরও বেড়ে গিয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু সালোঁর দক্ষ কর্মীদের হাতের উপর ভরসা করতেই হয়। কিন্তু একেবারে সময় না পেলে ঘরোয়া উপাদানেও কাজ চলে যেতে পারে। পায়ের কোন সমস্যায় ঘরোয়া কোন উপাদানটি কাজ দেয়, জেনে নিন।

Advertisement

কোন সমস্যায় কী ধরনের টোটকা?

১) পায়ের ত্বক দেহের অন্যান্য অংশের তুলনায় এমনিতেই বেশি শুষ্ক হয়। এ ছাড়া শরীর জলের ঘাটতি হলেও পায়ের পাতা শুষ্ক হয়ে উঠতে পারে। এই ধরনের সমস্যা সহজ সমাধান হল নারকেল তেল। ঈষদুষ্ণ জলে কয়েক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এ বার ওই জলে পায়ের পাতা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে গোড়ালি ঘষে নিলে মৃত কোষ উঠে যাবে সহজেই।

২) আরামদায়ক বা সঠিক মাপের জুতো না পরলে অনেক সময়ে পায়ের তলার চামড়ার কিছু কিছু অংশ পুরু হয়ে যায়। অনেকেই একে ‘গুফো’ নামে চেনেন। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা না নিলে সমস্যা বেড়ে যেতে পারে। এই ধরনের সমস্যায় আবার কাজ দেয় বেকিং সোডা। ছোট একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা এবং জল ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এ বার ওই মিশ্রণ পায়ের পাতার তলার খসখসে, পুরু অংশগুলোয় মাখিয়ে রাখুন। মিনিট ১৫ পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) শুধু শীতে নয়, ফাটা গোড়ালির সমস্যা সারা বছরই দেখা দিতে পারে। খালি পায়ে হাঁটাচলা করলে কিংবা দেহের অতিরিক্ত ওজনের কারণেও গোড়ালি ফাটতে পারে। ঠান্ডার সময়ে এই ফাটল আরও গভীর হয়। রক্তপাত হওয়ার আশঙ্কাও থাকে। বাজারে নানা ধরনের ‘ক্র্যাক ক্রিম’ কিনতে পাওয়া যায়। তবে ঘরোয়া উপায়ও রয়েছে। ছোট একটি পাত্রে ২ চেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই মিশ্রণ পায়ে মেখে রাখুন। ধোয়ার প্রয়োজন নেই। পারলে মোজা পরে নিন। পরের দিন সকালে উঠে পায়ের পাতা ধুয়ে ফেলুন। কয়েক দিন এই নিয়ম মেনে চলতে পারলে ফাটা গোড়ালির সমস্যা উধাও হবে।

Advertisement
আরও পড়ুন