Beauty Tips

Skin Care Tips: ৫ টোটকা: ভুরু প্লাকের পর দেখা দেবে না র‍্যাশ

ভুরু প্লাক করার সময়ে অনেকেই ব্যথা পান। মুখে র‍্যাশ, ব্রণ বেরোয়। তবে ভুরু প্লাক করার পর কয়েকটি জিনিস মেনে চললে এমন আর হবে না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২২ ২৩:৫৮

ফাইল চিত্র।

মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভুরুর আকৃতির উপর। এখন সরু ভুরুর তুলনায় মোটা ভুরু রাখারই চল বেশি। তবে তারও একটি নির্দিষ্ট আকৃতি থাকা জরুরি। সে করাণেই ভুরু প্লাক করেন অনেকে। ভুরু প্লাক করার সময়ে অনেকেই ব্যথা পান। মুখে র‍্যাশ, ব্রণ বেরোয়। তবে ভুরু প্লাক করার পর কয়েকটি জিনিস মেনে চললে এমন আর হবে না।

১) পার্লার থেকে ভুরু প্লাক করে বাড়িতে এসেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

Advertisement

২) এর পর হালকা করে গোটা মুখে বরফ ঘষে নিন। এতে আরাম লাগবে। আবার ব্রণ, র‍্যাশ বেরোনোর আশঙ্কাও কমবে।

৩) মুখ ভাল করে ধোয়ার পর গোটা মুখে ঠান্ডা কোনও জেল লাগিয়ে নিতে পারেন। বাড়িতে শসা থাকলে তা-ও মুখে ঘষে নিতে পারেন।

৪) অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। ভুরু প্লাক করার পর যদি মুখে জ্বালা করে, তা হলে গোলাপজল লাগিয়ে নিতে পারেন। উপকার পাবেন।

৫) সবচেয়ে ভাল হয় যদি কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু সেই মুহূর্তে নয়। পরের দু’দিনও ভাল ভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বকের যত্ন হয়ে যাবে। আবার র‍্যাশও বেরোবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন