Dark Spot Lightening FacePack

মুখের সব কালচে ছোপ দূর হয়ে ফিরবে উজ্জ্বল ত্বক! কোন ঘরোয়া টোটকায় কাজ হবে?

বাজার চলতি বহু ক্রিম, সিরাম উজ্জ্বল ত্বক ফিরিয়ে দেওয়ার দাবি করলেও ঘরোয়া উপায়ের বিকল্প নেই। কারণ বাড়িতে তৈরি টোটকায় আর যা-ই হোক রাসায়নিক থাকে না। তাই ত্বকের জন্য তা সম্পূর্ণ নিরাপদও বটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২০:৩৮

ছবি : সংগৃহীত।

বয়সের সঙ্গে সঙ্গে মুখের ত্বকে কালচে ছোপ পড়তে শুরু করে অনেকেরই। আবার কারও কারও ক্ষেত্রে চারপাশের ধুলো ময়লা, অতিরিক্ত রোদে থাকার জন্যও এমনটা হয়। ত্বকে কালচে ছোপ পড়লে তা মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট করে দেয়। নষ্ট হয় প্রাকৃতিক সৌন্দর্যও। তবে একটু সময় নিয়ে ত্বকের যত্ন নেওয়া গেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

বাজার চলতি বহু ক্রিম, সিরাম উজ্জ্বল ত্বক ফিরিয়ে দেওয়ার দাবি করলেও ঘরোয়া উপায়ের বিকল্প নেই। কারণ বাড়িতে তৈরি টোটকায় আর যা-ই হোক রাসায়নিক থাকে না। তাই ত্বকের জন্য তা সম্পূর্ণ নিরাপদও বটে। কালচে ছোপ তুলতে হলে বাড়িতে তেমনই একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।

কী ভাবে বানাবেন?

উপকরণ:

১ টেবিল চামচ মধু

১/২ চা চামচ লেবুর রস

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

১ টেবিল চামচ দই

প্রণালী:

একটি পাত্রে মধু, লেবুর রস এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

এ বার ওই মিশ্রণে দই যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

ব্যবহার:

পেস্টটি আপনার মুখে লাগান, কালো দাগযুক্ত জায়গাগুলিতে বেশি গুরুত্ব দিন।

১৫-২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। তার পরে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন