kareena

Kareena Kapoor: সপ্তাহের প্রথম কাজের দিনটি কী ভাবে উজ্জ্বল করে তুললেন করিনা কপূর খান

সপ্তাহ শুরুর মুখ ভার করা দিনটি কী ভাবে উজ্জ্বল করে তোলা যাবে, সে দিকে বিশেষ নজর দিয়েছিলেন করিনা কপূর খান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২২ ২০:০০

ছুটির রবিবারের পর আবার নতুন একটি গোটা সপ্তাহ শুরু। সোমবার কাজে যাওয়ার সময়ে মুখ ভার থাকে অনেকেরই। তবে ঠিক কী ভাবে যে মুখে হাসি ফেরানো যাবে, নিজেই সব সময়ে বুঝে ওঠা হয় না।

সোমবারও কী ভাবে মন ভাল রাখতে হয়, সে কৌশল জানেন করিনা কপূর খান। সপ্তাহ শুরুর মুখ ভার করা দিনটি কী ভাবে উজ্জ্বল করে তোলা যাবে, সে দিকে বিশেষ নজর দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

করিনা যা পরেন, তাতেই নজর আটকে যায় অধিকাংশের। এ বার করিনাকে দেখা গেল উজ্জ্বল গোলাপি পোশাকে। গরমের জন্য উপযোগী হালকা গোলাপি রং। আর তাতেই আরও ঝলমলে হয়ে উঠল করিনার রূপ।

অনুগারীরা দেখেই মুগ্ধ হলেন। অনেকেই বললেন, সইফ-পত্নীর মতো ক’জনেই বা জানেন ঠিক সময়ে ঠিক পোশাকটি বেছে নিতে!

গ্রীষ্মের প্রখর দিনেও কী ভাবে নিজের সাজের ভাবনায় আনা যায় স্নিগ্ধতা, তা শিখে নেওয়া যায় করিনার এই সাজ দেখে।

গোলাপি রঙের সুতির কাপড়ের সাধারণ একটি ড্রেস। কয়েকটি লেয়ার রয়েছে তাতে। সঙ্গে মানানসই একটি হিল তলা চটি। কানে গোলাপি দুল। আর টেনে একটি পনিটেল। ব্যস। ছিমছাম, অথচ নজর কাড়া সাজ করিনার।

Advertisement
আরও পড়ুন