Makeup Tips

দরদর করে ঘাম হবে না, দিনভর লাবণ্য থাকবে মুখে, পুজোয় দীপিকার মতো ‘ম্যাট মেকআপ’ করার পদ্ধতি শিখুন

দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, তারকাদের পছন্দ এমন মেকআপ। পুজোয় আপনিও যদি তারকাদের মতো নজর কাড়তে চান, তা হলে শিখে নিন কয়েকটি সহজ কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮
How to apply makeup, here are the step by step guideline

ম্যাট মেকআপ ঘাঁটবে না, ধাপে ধাপে শিখুন পদ্ধতি? ফাইল চিত্র।

পুজোয় সারা দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন। তাতে দরদর করে ঘামও হবে। আর ঘাম হলেই সাধের মেকআপ একেবারে গলে জল হয়ে যাবে। পুজোর সময় পরিপাটি করে সাজার পর মেকআপ যদি গলতে শুরু করে, তা হলে সাজটাই মাটি হবে। তাই রূপটান এমন হতে হবে, যা দীর্ঘ সময় টিকবে এবং বেশি ঘামও হবে না। সে জন্য ‘ম্যাট মেকআপ’ করে দেখতে পারেন। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, তারকাদের পছন্দ এমন মেকআপ। পুজোয় আপনিও যদি তারকাদের মতো নজর কাড়তে চান, তা হলে শিখে নিন কয়েকটি সহজ কৌশল।

Advertisement

আইস ফেশিয়াল

মেকআপের আগে বরফ ঘষে নিন বা বরফ জলে মুখ ধুয়ে নিন। তাতে ঘাম কমে ও ত্বকের ছিদ্রগুলি সঙ্কুচিত হয়ে টানটান হয়। ভারী মেকআপের বদলে ন্যাচারাল লুক বেছে নিন। দুপুরে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

ক্লিনজ়িং ও প্রাইমার

এ বার মেকআপের জন্য ত্বককে তৈরি করতে হবে। প্রথমে একটি ভাল ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। পরের ধাপে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন, এতে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে উঠবে না। কিছু ক্ষণ থাকার পর ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করুন। ত্বকের টি-জ়োনে অর্থাৎ, কপাল, নাক ও থুতনিতে ভাল করে প্রাইমার লাগিয়ে নিন, কারণ ওই অংশগুলিই বেশি তেলতেলে থাকে।

ম্যাট ফাউন্ডেশন

ভারী ফাউন্ডেশন এড়িয়ে হালকা বেস ব্যবহার করা ভাল। ওয়াটার-বেসড লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন।

ম্যাট কনসিলার

ত্বকে যদি দাগছোপ বেশি থাকে, তা হলে ম্যাট কনসিলার ব্যবহার করুন। আপনার ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা কনসিলার ব্যবহার করতে হবে। চোখের নীচে ও দাগের উপর অল্প করে লাগিয়ে আঙুল দিয়ে বা স্পঞ্জ দিয়ে ভাল করে মিশিয়ে দিন।

পাউডার

ম্যাট মেকআপের জন্য ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার বা ম্যাট ফিনিশ পাউডার ব্যবহার করতে হবে। ব্রাশ দিয়ে পাউডার মুখে আলতো ভাবে বুলিয়ে নিন। বিশেষ করে, টি-জ়োন ও চোখের নীচের অংশে ভাল করে মাখতে হবে।

চোখের সাজ

কাজল, আইলাইনার, আইশ্যাডো এবং মাস্কারা, চোখের সমস্ত সাজ যেন স্মাজ-প্রুফ হয়। চোখের মেকআপ যেন সহজে ঘেঁটে না যায়। কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এগুলি চোখের চারপাশের অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়। কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা কমে যায়, কাজল অনেক ক্ষণ অবধি ঠিক থাকে।

ঠোঁটের মেকআপ

লিপস্টিকের ক্ষেত্রে মেটালিক শেডের বেশ রমরমা। আপনার পোশাকের সঙ্গে মানানসই হলে ফুশিয়া পিঙ্ক, টারকোয়িজ় ব্লু, ব্রাউন, মেরুন এই রঙগুলি পরতেই পারেন।

মেকআপ হয়ে গেলে সেটিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। এটি দীর্ঘ ক্ষণ মেকআপ ধরে রাখতে সাহায্য করবে। সব সময়ে সঙ্গে ছোট টিস্যু বা ব্লটিং পেপার রাখবেন। অতিরিক্ত তেল ও ঘাম মুছে ফেলা সহজ হবে।

Advertisement
আরও পড়ুন