—প্রতিনিধিত্বমূলক ছবি।
ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ, বিক্ষোভের আবহে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় মোট ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বিচারকের পর্যবেক্ষণ, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছিল।
গত ১২ এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এ-ও বলা হয়েছে, হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে অভিযুক্ত ১৩ জনের ১৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। সোমবার মোট ১৩ জনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়।
আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগেই জানিয়েছেন, প্রয়োজনে হাই কোর্টে যাবেন তাঁরা। সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে তাঁরা দ্রুত শুনানির আবেদন করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়।
প্রসঙ্গত, ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়। খুনের ঘটনায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন্রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে আনে পুলিশ।