Vijay Hazare trophy

ভারতীয় দলে প্রত্যাবর্তনের পরেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ইশান, নতুন ভূমিকায় দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটারকে

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পর ভারতীয় দলে ফিরেছেন ইশান কিশন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন তিনি। এ বার তাঁকে গুরুদায়িত্ব দিল ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪০
picture of cricket

ইশান কিশন। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করার পুরস্কার পেয়েছেন ইশান কিশন। ভারতীয় দলে ফিরেছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। তা-ও আবার সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। এ বার আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ২৭ বছরের ক্রিকেটার।

Advertisement

ইশানের নেতৃত্বে প্রথম বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য। ব্যাট হাতে সফল হওয়ার পাশাপাশি নজর কেড়েছে ইশানের নেতৃত্বও। তাঁর নেতৃত্বে খুশি ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তা এবং নির্বাচকেরা। টি-টোয়েন্টির পর এ বার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটেও ইশান নেতৃত্ব দেবেন রাজ্য দলকে।

সোমবার ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা বিজয় হজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে। অধিনায়ক করা হয়েছে ইশানকে। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। অহমদাবাদে ইশানদের প্রথম প্রতিপক্ষ কর্নাটক। দলে মোট তিন জন উইকেটরক্ষক-ব্যাটার রাখা হয়েছে। ইশান ছাড়াও রয়েছেন সহ-অধিনায়ক কুমার কুশাগ্র এবং পঙ্কজ কুমার। এ ছাড়াও অনুকূল রায়, রবিন মিঞ্জ, অভিনব শারন, বিরাট সিংহদের মতো পরিচিত মুখেরা রয়েছেন দলে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০টি ম্যাচে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান করেন ইশান। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলেন ১০১ রানের ইনিংস। এ ছাড়া দু’টি অর্ধশতরানও করেছেন। দেশের হয়ে ২টি টেস্ট, ২৭টি এক দিনের ম্যাচ এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতীয় দলের জার্সি গায়ে শেষ খেলেন ২০২৩ সালের নভেম্বর মাসে।

Advertisement
আরও পড়ুন