Sarfaraz Ahmad

ছোটদের এশিয়া কাপেও ভারত-পাক বিতর্ক! বৈভবদের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের কোচ সরফরাজ়

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতীয় ক্রিকেটারদের পাক-সংশ্রব এড়িয়ে চলার অবস্থানের পরিবর্তন হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬
picture of cricket

আয়ুষ মাত্রেদের আচরণে অখুশি পাকিস্তান। ছবি: এক্স।

আয়ুষ মাত্রের দলকে ১৯১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আচরণে খুশি নন পাকিস্তানের কোচ সরফরাজ় আহমেদ। ভারতের ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব চোখে পড়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। সূর্যকুমার যাদবদের এশিয়া কাপ থেকে দু’দেশের ক্রিকেটারদের মধ্যে সরাসরি ঠোকাঠুকি শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের পাক-সংশ্রব এড়িয়ে চলার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ছোটদের এশিয়া কাপেও আয়ুষ, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুরা পাক ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি। করমর্দনও করেননি।

রবিবার ফাইনালে দু’দলের ক্রিকেটারদের মধ্যে একাধিক বার উত্তেজনা তৈরি হয়। তার পর ভারতীয় দলের বিরুদ্ধে সরব হয়েছেন সরফরাজ়। তিনি বলেছেন, ‘‘ম্যাচে ভারতীয়দের আচরণ ভাল ছিল না। ক্রিকেটীয় দিক দিয়েও ওদের আচরণ অনৈতিক।’’ তিনি আরও বলেছেন, ‘‘ফাইনালের পর আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে উৎসব করেছি। আমি মনে করি, ক্রিকেটে স্বাভাবিক সৌজন্য বজায় থাকা উচিত। মাঠে সকলের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব থাকা উচিত। কিন্তু ভারতীয় দল তা করেনি। ওরা ওদের মতো ছিল।’’

সূর্যকুমারদের মতো আয়ুষেরাও এক রকম উপেক্ষাই করেছেন পাকিস্তানের ক্রিকেটারদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে পুরস্কার নেননি আয়ুষেরা। এমনকি নকভি যে মঞ্চে ছিলেন, সেই মঞ্চেও ওঠেননি তাঁরা। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের এমন কঠোর মানসিকতাই সম্ভবত গায়ে লেগেছে সরফরাজ়ের।

Advertisement
আরও পড়ুন