Chase Stadium

মেসির ট্রফি জেতা মাঠের ঘাস বিক্রি করছে ইন্টার মায়ামি, কিনতে পারেন যে কেউ! কত খরচ হবে জানিয়ে দিলেন ক্লাব কর্তৃপক্ষ

আগামী মরসুম থেকে আর চেজ স্টেডিয়ামে খেলবেন না লিয়োনেল মেসি, লুইস সুয়ারেজ়েরা। গত ৭ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে খেলা শেষ ম্যাচে মেসিরা প্রথম বার এমএলএস কাপ জেতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৯
picture of Lionel Messi

লিয়োনেল মেসির সামনে এমএলএস কাপ। ছবি: রয়টার্স।

লিয়োনেল মেসির খেতাব জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে। নিজেদের স্টেডিয়ামের ঘাস বিক্রি করে দিচ্ছেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। জানানো হয়েছে, চেজ স্টেডিয়ামের ঘাস স্মারক হিসাবে রাখতে পারবেন সমর্থকেরা।

Advertisement

আগামী মরসুম থেকে আর চেজ স্টেডিয়ামে খেলবেন না মেসি, লুইস সুয়ারেজ়েরা। ইন্টার মায়ামির নতুন ঘরের মাঠ হবে ‘মায়ামি ফ্রিডম পার্ক’। গত ৭ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে খেলা শেষ ম্যাচে মেসিরা প্রথম বার মেজর লিগ সকার কাপ জিতেছেন। মায়ামির সমর্থকদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়া মাঠটি ছেড়ে দিচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। তাই সদস্য, সমর্থকদের স্মারক বা স্মৃতি সংগ্রহের সুযোগ দিচ্ছেন তাঁরা। ক্লাবের পক্ষে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সেই মাঠ, যেখানে ইন্টার মায়ামির যাত্রা শুরু হয়েছিল। ২০২০ সালে প্রথম মরসুমে তৈরি হয়েছিল অবিস্মরণীয় মুহূর্ত। লিয়োনেল মেসির যোগ দেওয়া এবং ক্লাবের প্রথম ট্রফি এই মাঠে। রয়েছে প্রথম এমএলএস কাপও।’’

চেজ স্টেডিয়ামের ঘাস দিয়ে কয়েকটি জিনিস তৈরি করা হচ্ছে সদস্য, সমর্থকদের কাছে বিক্রির জন্য। তৈরি করা হচ্ছে দু’রকম চাবির রিং। একটি সীমিত সংস্করণের রিং এবং একটি ১০ নম্বর জার্সির আদলে তৈরি। দাম রাখা হয়েছে ৫০ ডলার (প্রায় ৪৫০০ টাকা)। রয়েছে ‘গ্রাস মিনি আল্ট্রা লাক্স বক্স’। বিশেষ ভাবে তৈরি বাক্সে থাকছে চেজ স্টেডিয়ামের আসল ঘাস। দাম ২০০ ডলার (প্রায় ১৮০০০ টাকা)। রয়েছে ৩৫০ ডলারের (প্রায় ৩১, ৪০০ টাকা) ‘গ্র্যান লাক্স’ এবং ৭৫০ ডলারের (প্রায় ৬৭, ৩০০ টাকা) ‘আল্ট্রা বক্স’। শেষ দু’ধরনের বক্সে মেসি, সুয়ারেজ় ছাড়াও রদ্রিগো ডি’পলের ছবি থাকবে।

Advertisement
আরও পড়ুন