dandruff prevention tips

শীতকালে দামি শ্যাম্পু ছাড়াই খুশকির সমস্যা দূর হবে! উপায় বলে দিলেন জাভেদ হাবিব

গাঢ় রঙের পোশাকের উপর খুশকি পড়লে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীতের সময় কী ভাবে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন তার হদিস দিলেন কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩
খুশকির সমস্যা দূর করার টোটকা শেখালেন জাভেদ।

খুশকির সমস্যা দূর করার টোটকা শেখালেন জাভেদ। ছবি: সংগৃহীত।

শীতের সময় খুশকি নিয়ে অস্বস্তি যেন আরও বেড়ে যায়। খুশকি তাড়াতে অনেকেই বাজারচলতি বেশ কিছু শ্যাম্পু ব্যবহার করেন। তাতে সাময়িক সমাধান হলেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে চায় না। গাঢ় রঙের পোশাকের উপর খুশকি পড়লে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। তাই শীতের সময় কী ভাবে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন তার হদিশ দিলেন কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব।

Advertisement

১) খুশকির সমস্যা এড়াতে মাথার ত্বক ভাল ভাবে পরিষ্কার রাখা দরকার। তাই নিয়ম করে শ্যাম্পু করার পরামর্শ দিলেন কেশসজ্জাশিল্পী। নিয়মিত শ্যাম্পু করলেও সপ্তাহে এক দিন কিন্তু মানতে হবে বিশেষ নিয়ম। জাভেদের মতে, সপ্তাহে এক দিন শ্যাম্পুর সঙ্গে ভিনিগার মিশিয়ে ব্যবহার করলে খুশকিল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

২) নারকেল তেল আর কর্পূরের মিশ্রণ মাথায় লাগালেও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দুইয়ের মিশেল মাথার ত্বকে বাড়তি ময়েশ্চারাইজ়ার জোগাতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এই তেল খুশকি দূর করতেও কার্যকর। একই সঙ্গে প্রদাহনাশক উপাদান থাকায়, তেল মাখলে মাথার ত্বক আরাম পাবে। মাথা চুলকানোর সমস্যাও কমবে।

Advertisement
আরও পড়ুন