Sarfaraz Ahmed

পাকিস্তানে হঠাৎ নায়ক সেই হাই তোলা অধিনায়ক! দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ দায়িত্ব দেওয়া হোক সরফরাজ়কে

দায়িত্ব নেওয়ার পর দু’মাসও হয়নি। পাকিস্তানকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন সরফরাজ় আহমেদ। এমন সাফল্যের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে বিশেষ ভূমিকায় দেখতে চান এক ভক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬
picture of cricket

সরফরাজ় আহমেদ। —ফাইল চিত্র।

সরফরাজ় আহমেদের নেতৃত্বে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনও প্রতিযোগিতায় পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তানের ক্রিকেট নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। নতুন করে নায়ক হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশের কাছে। তাঁর একটি মন্তব্যও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

রবিবারের জয়ের পর সরফরাজ় বলেন, ‘‘সরফরাজ় কখনও ঠকায় না।’’ তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁকে ঘিরে আরও ভাল কিছুর স্বপ্ন দেখছেন। তাঁদের এক জন চান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন অধিনায়ককে। সলমন আলি আঘার দলের মেন্টর হিসাবে সরফরাজ়কে দেখতে চান তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে সরাসরি প্রস্তাব দিয়েছেন তিনি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।

২০১৯ সালের এক দিনের বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের ম্যাচে উইকেটে পিছনে দাঁড়িয়ে হাই তুলতে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় প্রশ্ন উঠেছিল তাঁর মানসিকতা নিয়ে। বিতর্কে জড়ানো সেই প্রাক্তন অধিনায়কের হাতে ধরেই আসন্ন বিশ্বকাপে ভাল ফলের আশায় ক্রিকেটপ্রেমীদের একাংশ।

অধিনায়ক হিসাবে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন সরফরাজ়। দু’বারই ফাইনালে তাঁর দল হারিয়েছিল ভারতকে। রবিবার তাঁর কোচিংয়ে ভারতকে হারিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। গত নভেম্বরেই পিসিবি কর্তারা অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের পূর্ণ দায়িত্ব দিয়েছেন সরফরাজ়কে। তার দু’মাসের মধ্যেই দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন এশিয়া কাপে।

Advertisement
আরও পড়ুন