Lagnajita Chakraborty Harassed

লগ্নজিতার হেনস্থাকাণ্ডে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ জুড়ল! ধৃত স্কুলমালিক ৪ দিনের পুলিশি হেফাজতে

গত শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসাবে উপস্থিত হয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন স্কুলের মালিক তাঁকে ‘সেকুলার গান’ গাইতে বলে হেনস্থা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬
লগ্নজিতা চক্রবর্তী।

লগ্নজিতা চক্রবর্তী। —ফাইল চিত্র।

অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগে ধৃত স্কুলমালিককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার ধৃত মেহেবুব মল্লিককে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো বলে বিচারক এই নির্দেশ দেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন স্কুলের মালিক মেহেবুব গায়িকাকে গান গাইতে বাধা দেন। লগ্নজিতার নিজের দাবি, তাঁকে ‘জয় মা’ বা ধর্মীয় অনুষঙ্গ রয়েছে এমন গান গাইতে নিষেধ করা হয় এবং ‘সেকুলার’ গান গাওয়ার জন্য চাপ দেওয়া হয়। ওই নিয়ে কথা কাটাকাটি হয়। তখম মেহেবুব নাকি মঞ্চে উঠে গিয়ে গায়িকাকে শারীরিক হেনস্থা করেন। এর পর রাতেই ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন সঙ্গীতশিল্পী। তাঁকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ (শ্লীলতাহানি) এবং ১০৯ (খুনের চেষ্টা) ধারায় মামলা করা হয়। উল্লেখ্য, পুরনো দণ্ডবিধি বা আইপিসি-তে এই ধারাগুলি যথাক্রমে ৩৫৪ এবং ৩০৭ হিসেবে পরিচিত ছিল।

সোমবার ধৃতকে আদালতে হাজির করে সাত দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। দুই পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক চার দিনের হেফাজত মঞ্জুর করেন। একজন আমন্ত্রিত শিল্পীর উপর কেন আক্রমণ হল, তা জানতে ধৃতকে জেরা করবে পুলিশ। ধৃতের পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও মন্তব্য করেননি স্কুল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন