Skincare Hacks

পুজোয় পিঠখোলা ব্লাউজ় কিনেছেন তবে পিঠের ব্রণ নিয়ে চিন্তিত? ৩ প্যাকেই হবে মুশকিল আসান

ত্বকের ব্রণ নিয়ে সচেতন হলেও পিঠের ব্রণ নিয়ে আমরা ততটা সচেতন নই। অথচ এই ব্রণর সমস্যা বাড়তে বাড়তে দাগ বসে যেতে পারে। পিঠের ব্রণ অত্যন্ত অস্বস্তিকর। ব্যাকলেস, হল্টার বা ডিপ কাটের পোশাকে নিজেকে মোহময়ী করে তুলতে হলে পিঠের যত্ন কী ভাবে নেবেন, শিখে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩
পিঠখোলা ব্লাউজ় পুজোর ফ্যাশনে ‘ইন’।

পিঠখোলা ব্লাউজ় পুজোর ফ্যাশনে ‘ইন’। ছবি: এথনিক বুটিক।

অফ শোল্ডার গাউন অথবা হল্টারনেক ব্লাউজ় পুজোয় কায়দার জামাকাপড় পড়তে চাইলে পিঠের যত্নও করতে হবে সেইভাবেই। উৎসব-অনুষ্ঠানে, সান্ধ্য পার্টিতে সুন্দর শাড়ি পরুন বা ডিজ়াইনার লেহঙ্গা, খোলা পিঠের ব্লাউজ় সব পোশাককেই আরও সুন্দর করে তোলে। আর পিঠ যদি দাগহীন, সুন্দর না হয় তা হলে কিন্তু সাজটাই ঠিকমতো হবে না। মুখ নয়, অনেকের পিঠেও দেখা দেয় ব্রণ। ত্বকের ব্রণ নিয়ে সচেতন হলেও পিঠের ব্রণ নিয়ে আমরা ততটা সচেতন নই। অথচ এই ব্রণর সমস্যা বাড়তে বাড়তে দাগ বসে যেতে পারে। পিঠের ব্রণ অত্যন্ত অস্বস্তিকর। ব্যাকলেস, হল্টার বা ডিপ কাটের পোশাকে নিজেকে মোহময়ী করে তুলতে হলে পিঠের যত্ন কী ভাবে নেবেন, শিখে নিন।

Advertisement

১) ওট্স‌-দইয়ের প্যাক: একটি বাটিতে তিন চামচ ওটসের গুঁড়ো নিয়ে তাতে দু’চামচ টক দই নিয়ে একটি প্যাক বানিয়ে সারা পিঠে লাগিয়ে নিন। মিনিট কুড়ি রেখে গরম জলে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। সপ্তাহে তিন বার ব্যবহার করুন এই প্যাক।

২) চালের গুঁড়ো-টম্যাটোর প্যাক: টম্যাটো বেটে নিয়ে তার সঙ্গে ২ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি পিঠে লাগিয়ে নিয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন। পিঠের লালচে ভাব দূর হবে, ব্রণর সমস্যা কমবে, এমনকি ট্যানিংয়ের সমস্যাও দূর হবে।

৩) হলুদ-বেসনের প্যাক: কাঁচা হলুদ বেটে নিয়ে তার সঙ্গে বেসন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এ বার মিশ্রণটি পিঠে লাগিয়ে মিনিট পনেরো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সংক্রমণ কমবে। ব্রণর হামলা থেকেও রেহাই পাবেন।

Advertisement
আরও পড়ুন