Beauty hacks for durga puja

নেলপলিশ পরার শখ ষোলো আনা। তবে ধৈর্য কম? ৫ টোটকা জানলেই দ্রুত শুকিয়ে যাবে নখরঞ্জনী

নেলপলিশ পরার পর নখ কোথাও এক বার ঘষে গেলেই একেবারে নষ্ট। নখ রাঙানোর শখ থাকলেও অনেকের ধৈর্য কম। নেলপলিশ লাগিয়ে মিনিট পাঁচেক স্থির হয়ে বসতে পারেন না, ফলে নেপলিশ ঘেঁটে ঘ। তবে চাইলে সহজেই নেলপলিশ শুকিয়ে নিতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬
How to dry your nail paint quickly

ছবি: সংগৃহীত।

পুজো মানেই সাজগোজ! শুধু পোশাক বা মেকআপ নয়, পরিচ্ছন্ন, সুন্দর করে কাটা নখে পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরা নেলপলিশ না পরলে সাজ কিন্তু অসম্পূর্ণ। কিন্তু নেলপলিশ পরার পর নখ কোথাও এক বার ঘষে গেলেই একেবারে নষ্ট। নখ রাঙানোর শখ থাকলেও অনেকের ধৈর্য কম। নেলপলিশ লাগিয়ে মিনিট পাঁচেক স্থির হয়ে বসতে পারেন না, ফলে নেপলিশ ঘেঁটে ঘ। তবে চাইলে সহজেই নেলপলিশ শুকিয়ে নিতে পারেন। এতে আর নখরঞ্জনী নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।

Advertisement

১. নেলপলিশ পরার মিনিট ২-৩ মিনিট বাদেই নখগুলি বরফ শীতল জলে ২ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে দ্রুত নেলপলিশ জমাট বেঁধে যাবে।

২. বরফজল থেকে হাত বের করে চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র দিয়ে জল শুকিয়ে নিতে পারেন। না হলে এমনিই হাত শুকিয়ে নিন। তোয়ালে দিয়ে মুছতে গেলে, নেলপলিশ নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে।

৩. বরফজল না পেলে নেলপলিশ পরার পর কলের জলের তলায় হাত দিয়ে রাখতে পারেন। এই টোটকাও ভাল কাজ দেয়।

৪. পাতলা করে নেলপলিশ পরলেও দ্রুত শুকিয়ে যায়। প্রথমে এক বারই নেলপলিশ পরতে হবে। বার বার তুলি বোলালে, পরত মোটা হয়ে যাবে। ফলে, শুকোতে দেরি হবে। যদি মোটা পরত করতেই হয়, তা হলে প্রথম বার নেলপলিশ পরার পর তা শুকিয়ে গেলে দ্বিতীয় পরত দিতে হবে।

৫. নেলপলিশ পরার পর নারকেল তেল বা অলিভ অয়েল স্প্রে করে দিলেও ঘেঁটে যাওয়ার ঝুঁকি এড়ানো যায়।

Advertisement
আরও পড়ুন