Winter Care Tips

শীতকালে চুল পড়ছে? সমস্যার সমাধানে ভরসা রাখতে পারেন লবঙ্গে, জানুন ব্যবহারের পদ্ধতি

লবঙ্গ বেটে বা লবঙ্গের তেল সরাসরি মাথায় মাখা যায় না। মাথার ত্বক স্পর্শকাতর হলে হিতে বিপরীত হবে। আবার কারও লবঙ্গে অ্যালার্জি থাকতে পারে। সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। কী ভাবে লবঙ্গ ভেজানো জল চুলে মাখবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২০
টাক পড়া রুখতে কী ভাবে কাজে লাগাবেন লবঙ্গ?

টাক পড়া রুখতে কী ভাবে কাজে লাগাবেন লবঙ্গ? ছবি: এআই।

গলা খুসখুস, সর্দিকাশি নিরাময়ে লবঙ্গ বেশ কাজের। হঠাৎ দাঁতের যন্ত্রণা শুরু হলেও নিস্তার পেতে অনেকেই ভরসা রাখেন লবঙ্গের উপর। রান্নায় তো বটেই, আয়ুর্বেদেও এই মশলা ব্যবহারের চল পুরনো। লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। লবঙ্গ কিন্তু মাথার ত্বকের জন্যও ভাল। শীতকাল মানেই চুলের হাজার একটা সমস্যার সূত্রপাত। চুল পড়া, খুশকি, মাথার ত্বকের সংক্রমণ— সবই রুখে দিতে পারে হেঁশেলের এই উপাদান। পাশাপাশি মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে চুলের ফলিকলে অক্সিজেনের জোগান স্বাভাবিক থাকে। তবে লবঙ্গ বেটে বা লবঙ্গের তেল সরাসরি মাথায় মাখা যায় না। মাথার ত্বক স্পর্শকাতর হলে হিতে বিপরীত হবে। আবার কারও লবঙ্গে অ্যালার্জি থাকতে পারে। সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।

Advertisement

কী ভাবে লবঙ্গ ভেজানো জল চুলে মাখবেন?

১) একটি পাত্রে ২ কাপ জল গরম করে নিন।

২) তার মধ্যে ২ টেবিল চামচ লবঙ্গ দিয়ে দিন।

৩) পাঁচ-ছ’মিনিট ভাল করে ফুটিয়ে নিন। জলের রং বদলে যেতে শুরু করবে।

৪) এ বার ৩-৪ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাত রেখে দিতে পারেন।

৫) জল থেকে লবঙ্গ ছেঁকে তুলে নিন। বায়ুরোধী কাচের পাত্রে ভরে রাখতে পারেন। স্প্রে বোতলেও ভরে রাখা যায় তরলটি।

৬) মাথার ত্বক পরিষ্কার করে চুলের গোড়ায় ভাল করে তা মেখে নিন।

৭) মিনিট দশেক ওই ভাবে রেখে দিন। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। আবার শ্যাম্পুও করে ফেলতে পারেন। লবঙ্গের নিজস্ব তেল রয়েছে। তাই চুল কিন্তু তেলতেলে হয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন