জেল্লা আসবে চেনা উপকরণ দিয়েই। ছবি: সংগৃহীত।
বর্ষবরণের পার্টিতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন কিন্তু সালোঁয় যাওয়ার আর সময় নেই। পিঠে বানানোর জন্য বাড়িতে চালের গুঁড়ো আনা হয়েছে নিশ্চয়ই? সেই দিয়েই করে ফেলুন ত্বকের পরিচর্যা। ত্বকের জেল্লা ফেলাতে চালের গুঁড়ো দিয়েই বানিয়ে ফেলুন ফেস প্যাক।
কী ভাবে বানাবেন?
উপকরণ: চালের গুঁড়ো, আপেল, কমলা লেবু এবং মধু
প্রণালী: অর্ধেক আপেল কুরিয়ে নিন। অর্ধেক কমলালেবুর রস দিন তাতে। এ বার ১ চা চামচ মধু এবং ২ টেবিলচামচ চালের আটা দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
কী ভাবে ব্যবহার করবেন?
ওই মিশ্রণ মুখে, হাতে এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। হালকা হাতে নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। সপ্তাহে এক দিন ওই ফেস প্যাক ব্যবহার করুন।
কেন ব্যবহার করবেন?
আপেল এবং কমলালেবু— দুটি ফলেই অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বেশি, যা ত্বকের সমস্যা দূর করে ঔজ্জ্বল্য আনে, বয়সের ছাপ দূরে রাখে। চালের আটা ত্বকে টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। মধু ত্বককে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে।
সতর্কতা
ফেসপ্যাকটি ব্যবহার করার আগে অবশ্যই হাতে এক বার প্যাচ টেস্ট করে নিন। ৩-৪ মিনিট লাগিয়ে রাখার পরও অস্বস্তি না হলে মুখে মাখুন।