Coconut Oil Hair Mask

এটা-ওটা না মেখে চুলের যত্নে বেছে নিন চেনা নারকেল তেল, তা দিয়ে কী ভাবে বানাবেন রকমারি মাস্ক

নারকেল তেল বেশি ভারী বা চটচটে নয়, ফলে চুলের পক্ষে তা শোষণ করে সহজ। নারেকল তেলে মেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট। চুল মসৃণ রাখতে কী ভাবে বানাবেন মাস্ক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:০২
নারকেল তেল দিয়ে কী ভাবে বানাবেন চুলের মাস্ক?

নারকেল তেল দিয়ে কী ভাবে বানাবেন চুলের মাস্ক? ছবি: ফ্রিপিক।

বছরভর চুলের যত্নে নারকেল তেল মাখারই চল। ইদানীং অবশ্য অলিভ অয়েল থেকে আর্গন অয়েল, হোহোবা অয়েল, কাঠবাদামের তেল অনেকে বেছে নিচ্ছেন। তবে বর্তমান সময়ে চর্চিত এই সমস্ত দামী তেলকে পুষ্টিগুণে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে চিরচেনা নারকেল তেলই।

Advertisement

নারকেল তেল বেশি ভারী বা চটচটে নয়, ফলে চুলের পক্ষে তা শোষণ করে সহজ। নারকেল তেলে মেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট। চুল মসৃণ রাখতে, আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। রুক্ষ চুল, ডগা ভাঙা যে সমস্যাই থাকুক না কেন, নারকেল তেল মাখা যায় যে কোনও ধরনের চুলে। এতে রয়েছে লরিক অ্যাসিড, যা চুলের জন্য ভাল। চুল ঝরা, ডগা ফাটার সমস্যাতেও এটি কার্যকর।

কী ভাবে নারকেল তেল দিয়ে তৈরি করবেন মাস্ক?

তেল মাসাজ় করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন হয়। চুল ভাল থাকে। চুলের গোড়াও মজবুত হয়। তবে মাসে ২-৩ বার মাস্ক ব্যবহার করলে চুল আরও গভীর ভাবে পুষ্টি পায়।

ডিম-তেল: একটি মুরগির ডিম ফাটিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ নারকেল তেল। মিশ্রণটি মাথায় মেখে ১৫ মিনিট রেখে, শ্যাম্পু করে ধুয়ে নিন। চুলের অন্যতম উপাদান প্রোটিন। ডিম সেই চাহিদা পূরণ করে। নারকেল তেল চুল নরম করতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

কলা-তেল: পাকা কলা ভাল করে চটকে বা মিক্সারে ঘুরিয়ে তার সঙ্গে ১-২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। পাকা কলা মাথার ত্বক এবং চুলে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। রুক্ষ চুল শুধু নরম করে তোলা নয়, পাকা কলা চুলের হারানো জেল্লা ফিরিয়ে দেবে। নারকেল তেল চুল মসৃণ রাখবে।

অ্যালো ভেরা-নারকেল তেল: অ্যালো ভেরা জেলের সঙ্গে নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুলের মধ্যস্থ তরল মিশিয়ে চুলের মাস্ক বানিয়ে নিন। মূলত রুক্ষ চুলের সমস্যা থাকলে, শীতের মরসুমে এই মাস্কটি বিশেষ কার্যকর হতে পারে।

Advertisement
আরও পড়ুন