Seeding Tips

মাটিতে বীজ ছড়ালেই সব সময় ভাল গাছ মেলে না, জেনে নিন গাছের চারা তৈরির কৌশল

বীজ ছড়ালেই হল না, মাটির প্রস্তুতিও জরুরি। বীজ থেকে চারা তৈরির কৌশল শিখে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
বীজ থেকে চারা তৈরির পদ্ধতি কী?

বীজ থেকে চারা তৈরির পদ্ধতি কী? ছবি: ফ্রিপিক।

মাটিতে বীজ ছড়ালে চারা বের হয়, তার পর সেই চারা বেড়ে ওঠে। বিষয়টি খুব সহজ। তবে উদ্যানপালকেরা বলছেন, বীজ থেকে বেশি পরিমাণ চারা পেতে এবং সেই চারা সঠিক ভাবে বড় করতে হলে বীজ বপনের সময় থেকেই বিশেষ প্রস্তুতির প্রয়োজন।

Advertisement

না হলে দেখা যাবে ৫০টা বীজ থেকে বড় জোর ৫টি গাছ বেরোল, সেই চারাও আবার ঠিক করে বেড়ে উঠল না। শখের বাগানে বীজ ছড়ানোর আগে জেনে নিন, কোন কৌশল অবলম্বন করলে ভাল চারা মিলবে?

১। ছোট বা বড় যে টব বা পাত্রে বীজ ছড়াবেন, সেটির জন্য মাটির প্রস্তুতি দরকার। বাগানের মাটির সঙ্গে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন। বীজ ছড়িয়ে উপর থেকে অল্প করে কোকোপিট, ভার্মিকম্পোস্টের মিশ্রণ ছড়িয়ে দিন।

২। শক্ত মাটিতে অঙ্কুরোদগম হওয়া কঠিন। অনেক বীজ ছড়ালেও চারা কম বেরোয়। অঙ্কুরোগদমের জন্য টব বা পাত্রটিতে জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া প্রয়োজন। মাটি যেন আলগা হয়। না হলে চারা মাটি ফুঁড়ে বেরোতে পারবে না।

৩। বীজের উপর মাটি দেওয়ার পরে অল্প করে জল ঝরিয়ে দিতে হবে, যাতে যাতে মাটি নরম থাকে। চারা দ্রুত বেরোতে পারে। তবে বেশি মাটি দিলে হবে না।

8। টবের বদলে বীজ বপনের ট্রে বেছে নিতে পারেন। ছোট ছোট খোপ-ওয়ালা ডিমের ট্রের মতো দেখতে এটি। এতে ভার্মিকম্পোস্ট, কোকোপিট মিশিয়ে একই পন্থায় বীজ ছড়িয়ে দিন। এক একটি খোপে একটি করে বীজ দিন। চারা মাথা তুললে, সেটি টবে স্থাপন করতে সুবিধা হবে।

৫। চারা বেরোনোর আগে পর্যন্ত মাটি হালকা ভিজিয়ে রাখতে হবে। চারা মাথা তুললে, পাত্রগুলি হালকা রোদ আসে, এমন স্থানে রাখুন। চারা একটু বড় হয়ে শিকড় গজানো শুরু হলে ধীরে ধীরে রোদে রাখার সময় বাড়াতে হবে।

Advertisement
আরও পড়ুন