Hair Care Tips

চুল হবে রেশমের মতো নরম ও ঝলমলে, মা-ঠাকুরমার টোটকায় তিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করুন শ্যাম্পু

আমলকি বা রিঠার গুঁড়োর সঙ্গেও শিকাকাই মিশিয়ে মাথায় মাখা যায়। তাতে চুল হবে রেশমের মতো নরম। চুল পড়ার সমস্যাও দূর হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৭:১৫
আমলকি, রিঠা ও শিকাকাই দিয়ে কী ভাবে শ্যাম্পু বানাবেন?

আমলকি, রিঠা ও শিকাকাই দিয়ে কী ভাবে শ্যাম্পু বানাবেন? ছবি: ফ্রিপিক।

কেবল বর্ষায় নয়, সারা বছর ধরেই চুল পড়ার সমস্যা নিয়ে কমবেশি সকলেই নাজেহাল। অত্যধিক মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস, রাসায়নিকের ব্যবহার ও দূষণের বাড়বাড়ন্তের জেরে চুলের ক্ষতি হচ্ছে। চুল পড়া কেবল নয়, অকালে চুল পড়ার সমস্যাতেও জেরবার অনেকে। এখন মনে হতেই পারে, চুলের জন্য এত রকম প্রসাধনী ব্যবহার করেও কেন লাভ হচ্ছে না? তা হলে কি যত্নে খামতি থাকছে? আসল ব্যাপার হল, চুলের যত্নে ঠিক যা যা করা দরকার, তা সঠিক ভাবে করেন না অনেকেই। চুল পড়া বন্ধ করতে অত্যধিক রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, বরং বাড়িতে তৈরি শ্যাম্পুই চুলের সব সমস্যার সমাধান করবে।

Advertisement

ঘরে কী ভাবে শ্যাম্পু তৈরি করবেন?

চুলের যত্নে রিঠা, আমলকি, শিকাকাইয়ের মতো ভেষজের ব্যবহার নতুন নয়। এই তিন উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন প্রাকৃতিক শ্যাম্পু। প্রথমে পাত্রে জল নিয়ে তার মধ্যে ৫টি রিঠা, ৬টি শিকাকাই ও ৪টি আমলকি ভিজিয়ে রাখতে হবে। অন্তত পক্ষে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে ভাল হয়। সে ক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখাই ভাল।

পরের দিন ভেজানো রিঠা, আমলকি এবং শিকাকাইয়ের মিশ্রণ ভাল করে ফুটিয়ে নিন। তার পর ঠান্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে মিশ্রণের মধ্যে থেকে রিঠা, আমলকি এবং শিকাকাই ছেঁকে আলাদা করে নিন। এ বার মিক্সিতে ওই অবশিষ্টাংশ ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। বেটে নেওয়া আমলকি, শিকাকাই এবং রিঠার মিশ্রণ ছেঁকে নিলেই শ্যাম্পু তৈরি হয়ে যাবে। পরিষ্কার, কাচের পাত্রে এই মিশ্রণ ঢেলে রাখতে পারেন। সপ্তাহে তি দিন ব্যবহার করলেই চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন