DIY Homemade Shampoo

একরাশ ঘন চুলের নেপথ্যে প্রকৃতির গুণ! শালিনী পাসির মতো কী ভাবে বাড়িতেই বানাবেন শ্যাম্পু?

বয়স তারুণ্যকে হারাতে পারেনি। এক সন্তানের মা শালিনী পাসি পঞ্চাশের দোরগোড়াতেও সুন্দর। চুলে কখনও রং করতে হয় না তাঁকে। বাজারচলতি শ্যাম্পুও মাখেন না। বানিয়ে নেন বাড়িতে। শিখে নিন ঘরোয়া তিন শ্যাম্পু তৈরির পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১২:৫৯
শালিনী পাসি বাড়িতেই শ্যাম্পু তৈরি করেন। প্রাকৃতিক উপকরণে তৈরি শ্যাম্পু কেন ভাল?

শালিনী পাসি বাড়িতেই শ্যাম্পু তৈরি করেন। প্রাকৃতিক উপকরণে তৈরি শ্যাম্পু কেন ভাল? ছবি: সংগৃহীত।

তিনি বলিউ়ডের কেউ নন। নামজাদা অভিনেত্রীও নন। তবুও বি-টাউনের অভিনেত্রীদের পাশাপাশি তাঁর চর্চা হয়। তিনি শালিনী পাসি। নেটফ্লিক্সে ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সাস বলিউড ওয়াইভস’ সিরিজে তাঁর উপস্থিতি দর্শকদের মনে ধরার পর থেকেই তাঁকে নিয়ে উৎসাহ বেড়েছে। সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত তিনি।

Advertisement

অবশ্য শালিনীকে নিয়ে কৌতূহলের কারণ অন্য। ৫০ এর দোরগোড়াতে দাঁড়িয়েও তাঁর নির্মেদ শরীর, লালিত্য ভরা মুখ, একরাশ ঘন চুল সকলের নজর কাড়ে। শালিনীর ব্যক্তিত্বের আলাদা আকর্ষণ আছে। সে কারণেই বলিউড অভিনেত্রীদের মতোই অনেকেই তাঁর সৌন্দর্য নিয়ে জানতে উৎসুক।

অতীতে এক সাক্ষাৎকারে শালিনী জানিয়েছিলেন, দিনভর রূপচর্চা নয়, বরং প্রাকৃতিক উপকরণেই ত্বক এবং চুলের যত্ন নেন তিনি। বাইরে কোথাও সফর করতে না হলে বাজার থেকে কেনা শ্যাম্পুও মাখেন না তিনি। বরং তাঁর আস্থা, এ দেশের প্রাচীন পন্থায়।

একটি সাক্ষাৎকারে শালিনী জানিয়েছেন, তিনি কখনও চুলে রং করেননি। চুল পরিষ্কার করতে ব্যবহার করছেন রিঠা এবং আমলকি। ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে, তার পর রিঠা গুঁড়িয়ে শ্যাম্পু করেন তিনি। তার সঙ্গে মিশিয়ে নেন আমলকি।

রিঠা এবং আমলকি চুলের জন্য অত্যন্ত ভাল। তবে এ ছাড়াও একাধিক প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই শ্যাম্পু তৈরি করে নিতে পারেন। চুল ঝরা বন্ধ করতে এবং চুলের বাড়-বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপকরণে তৈরি শ্যাম্পু অত্যন্ত ভাল।

প্রথম পন্থা

শিকাকাই, আমলকি, রিঠা, মেথি, নিমপাতা, এই চার উপকরণই মাথার ত্বক এবং চুলের জন্য কার্যকর। এতে মেলে ভিটামিন ই, সি, অ্যান্টি-অক্সিড্যান্ট। মেথি, আমলকি, নিমপাতা মাথার ত্বকে সংক্রমণ এড়ানোর জন্যও কার্যকর। নিমপাতায় রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান। একটি পাত্রে নিমপাতা ছাড়া বাকি উপকরণ নিয়ে নিন। সেগুলি আগে থেকে পরিষ্কার রাখা জরুরি। এবার একটি পাত্রে বেশ কিছুটা জল নিয়ে চার উপকরণ দিয়ে ফোটাতে থাকুন। জল ফুটে গেল নিমপাতা দিয়ে দিন। আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। জল একটু ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণ হাত দিয়ে কচলে নিতে হবে। তারপর সেটি ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে শ্যাম্পু। রিঠা প্রাকৃতিক সাবান হিসাবে ব্যবহার হয়। রিঠা ফুটিয়ে নেওয়ার ফল মিশ্রণে ফেনা ভাবে থাকবে। মিশ্রণটি কাচের পাত্রে সংরক্ষণ করে শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় পন্থা

কারিপাতা, অ্যালো ভেরা জেল এবং ক্যাসটাইল সাবান দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। কারিপাতা, অ্যালো ভেরা অত্যন্ত পরিচিত। ক্যাসটাইল সাবান অলিভ অয়েল বা প্রাকৃতিক তেল দিয়ে তৈরি সাবান। স্পেনের ক্যাসটাইল প্রদেশে এর জন্ম। এটিও প্রাকৃতিক একটি সাবান। এখন এটি অনলাইনেই কিনতে পাওয়া যায়। দামও খুব বেশি নয়। শ্যাম্পু তৈরির জন্য কারিপাতা ধুয়ে গরম জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। একটি পরিষ্কার কাচের পাত্রে কারিপাতার জল ছেঁকে নিন। যোগ করুন ফেটিয়ে নেওয়া অ্যালো ভেরা জেল এবং তরল ক্যাসটাইল সাবান। তিন উপকরণ শিশির মধ্যে ভাল করে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শ্যাম্পু। চুল ঝরা বন্ধ করার পাশাপাশি রুক্ষ চুল নরম হবে এতে। জেল্লা ফিরবে।

তৃতীয় পন্থা

চুলের জন্য তিসি বীজ অত্যন্ত ভাল। ভিটামিন, খনিজের পাশাপাশি এই বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট, যা স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য খুব জরুরি। তিসির বীজ জলে ফুটিয়ে নিলেই থকথকে হয়ে যাবে। গরম থাকা অবস্থায় সেটি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিন। জেলের মতো অংশটির সঙ্গে মিশিয়ে নিন রিঠার গুঁড়ো। তা হলেই তৈরি হয়ে যাবে শ্যাম্পু। রিঠা মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার করতে সাহায্য করে।

ব্যবহার বিধি

প্রথম বার যে কোনও শ্যাম্পু ব্যবহারের সময় প্যাচ টেস্ট জরুরি। অল্প একটু ত্বকে লাগিয়ে রাখুন। দেখুন কোনও রকম প্রদাহ বা চুলকানি হচ্ছে কি না। না হলে সেটি ব্যবহার করতে পারেন। রিঠা-সহ প্রাকৃতিক উপাদানের ব্যবহারে কখনও কখনও চুল রুক্ষ হয়ে যেতে পারে। তাই মাঝেমধ্যে তেল মালিশ বা শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার জরুরি।

Advertisement
আরও পড়ুন