Hair Growth Oil

চুল লম্বা হবে, পাকবেও না, মাখতে হবে একটি বিশেষ তেল, হেঁশেলের দু’টি উপকরণ মেশালেই হবে

চুল পড়ার সমস্যা যদি বেড়ে যায়, তা হলে একটি বিশেষ তেল দিয়ে পরিচর্যা করে দেখতেই পারেন। দোকান থেকে কেনার প্রয়োজন নেই। কী ভাবে সহজেই তৈরি করবেন, জেনে নিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
How to make onion and Methi oil for hair growth and scalp health

চুল লম্বা হবে খুব তাড়াতাড়ি, চুল পাকার সমস্যাও দূর হবে, একটি বিশেষ তেল বানিয়ে নিন বাড়িতেই। ছবি: ফ্রিপিক।

অনেক নামীদামি ব্র্যান্ডের তেল মেখেও চুল তেমন ভাবে বাড়ে না। চুল পাকার সমস্যাও দূর হয় না। এখন আবার নানা রকম ভেষজ তেল নিয়ে চর্চাও হচ্ছে। তবে কোনটি আপনার চুলের জন্য ভাল আর কোনটি নয়, তা বোঝা খুবই মুশকিল। চুল পড়ার সমস্যা যদি বেড়ে যায়, তা হলে একটি বিশেষ তেল দিয়ে চুলের পরিচর্যা করে দেখতেই পারেন। দোকান থেকে কেনার প্রয়োজন নেই। হেঁশেলের মাত্র দু’টি উপকরণ মেশালেই হবে।

Advertisement

কোন তেল মাখবেন?

পেঁয়াজ আর মেথি দিয়ে বানানো তেল চুলের জন্য খুবই ভাল। পেঁয়াজে রয়েছে সালফার, যা চুলের কেরাটিন তৈরিতে সাহায্য করে। পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা মাথার ত্বকের জন্য খুব ভাল। মেথির প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিনে ভরপুর মেথি। এর ভিটামিন এ, সি ও ফোলিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে। পেঁয়াজ ও মেথি রয়েছে প্রদাহনাশক গুণ, যা মাথার ত্বকের যে কোনও সংক্রমণ রুখতে পারে। খুশকির সমস্যাও দূর করে।

কী ভাবে তেল তৈরি করবেন?

২টি মাঝারি মাপের পেঁয়াজ

২ চা চামচ মেথির দানা

আধ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল

প্রণালী

পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

তার পর টুকরোগুলি পিষে তার থেকে রস বার করে নিন। পেঁয়াজের টুকরোগুলি বেটেও নিতে পারেন।

মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পর দিন সেগুলি বেটে নিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিতে হবে।

এর পর আপনার পছন্দমতো নারকেল তেল বা অলিভ তেল আধ কাপের মতো নিয়ে তা ৫-১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে দিতে হবে মেথি দানা বাটা। আরও ১০ মিনিট ভাল করে ফুটিয়ে নিয়ে তাতে মিশিয়ে দিন পেঁয়াজের রস। ঢাকা দিয়ে কম আঁচে আরও ৫ মিনিট ফোটাতে হবে। এই তেল ঠান্ডা করে ছেঁকে নিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। একবার তৈরি করলে দু’সপ্তাহ মতো সেই তেল ব্যবহার করা যাবে। তবে তেলের শিশি কখনওই বেশি রোদে রেখে দেবেন না।

কী ভাবে ব্যবহার করবেন?

অল্প করে তেল নিয়ে চুলে ভাল করে মালিশ করতে হবে। ৫-১০ মিনিট চুল ও মাথার ত্বকে মালিশ করুন। খুব ভাল হয় যদি চুলে তেল লাগিয়ে সারা রাত রাখা যায়। সকালে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত ২-৩ বার এই তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি হবে। চুল কোমল, মসৃণ ও জেল্লাদারও হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন