Hair

Papaya Hair Mask: গরমে চুল রুক্ষ, নিষ্প্রাণ হয়ে পড়েছে? মসৃণ চুল পেতে কী ভাবে ব্যবহার করবেন পেঁপে

চুল ভাল রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভাল। তার জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক হল আদর্শ। চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২২:১৩
 চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে।

চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে। ছবি: সংগৃহীত

গরমে ত্বকের পাশাপাশি চুলও নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। অতিরিক্ত রোদ, বাইরে ধুলো, দূষণে চুল আরও বেশি নিস্তেজ হয়ে পড়ে। রুক্ষ চুল কোমল ও মসৃণ করতে অনেকেই ভরসা রাখেন বাজারজাত প্রসাধনীর উপর। চুল ভাল রাখতে তাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভাল। এর জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক হল আদর্শ। চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে। চুলের আর্দ্রতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে পেঁপে।

ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে বানাবেন পেঁপের হেয়ার মাস্ক?

Advertisement

উপকরণ:

১) পাকা পেঁপে: আধ কাপ

২) নারকেলের দুধ: এক কাপ

৩) মধু: এক চা চামচ

চুলের আর্দ্রতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে পেঁপে।

চুলের আর্দ্রতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে পেঁপে। ছবি: সংগৃহীত

প্রণালী:

পাকা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আধ কাপ মিক্সিতে বেটে নিন। এর মধ্যে নারকেলের দুধ ও মধু মিশিয়ে আরও এক বার মিক্সিতে ঘুরিয়ে নিন। পেঁপের এই ঘন মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় ও মাথার তালুতে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’-তিন দিন এই চুলের মাস্কটি ব্যবহার করুন। চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ।

Advertisement
আরও পড়ুন