Rosemary Hair Serum

পুজোয় দিনভর ঘোরাঘুরির পরিকল্পনা, রুক্ষ চুল সামাল দেবে রোজ়মেরি সিরাম, বানিয়ে নিন বাড়িতেই

পুজোর সময়ে বিস্তর ঘোরাঘুরি হবে। প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখবেন অনেকেই। দিনভর ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে, ত্বক ও চুলের দিকে নজর দিতেই হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩
How to make rosemary hair serum for hair growth

রুক্ষ ও শুষ্ক চুলে জেল্লা ফিরবে নিমেষে, পুজোর সময়ে ব্যাগে রাখুন রোজ়মেরি সিরাম। ছবি: এআই।

পরিবেশের দূষণ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। প্রতি দিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু কোনও কারণে যদি চুল ঝরে পড়ার মাত্রা তার চেয়ে বেশি হয় বা ঝরে পড়া চুলের জায়গায় নতুন চুল যদি না গজায়, তখনই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময়েই দেখা যায় নামী ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হচ্ছে না। চুল যদি অস্বাভাবিক হারে উঠতে থাকে, তখন সাধারণ তেল বা ঘরোয়া টোটকা নয়। প্রয়োজন রোজ়মেরি পাতার নির্যাস।

Advertisement

পুজোর সময়ে বিস্তর ঘোরাঘুরি হবে। প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখবেন অনেকেই। দিনভর ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে, ত্বক ও চুলের দিকে নজর দিতেই হবে। ভ্যাপসা গরমে ঘেমে অথবা বৃষ্টিতে ভিজে চুলের দফারফা হবে। আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে উঠবে। তাই ব্যাগে বাজারচলতি হেয়ার জেল না রেখে বরং রেখে দিন বাড়িতে তৈরি রোজ়মেরি হেয়ার সিরাম। সঠিক পদ্ধতিতে বানাতে পারলে কেনা সিরামের চেয়েও ভাল কাজ হবে।

রোজ়মেরি হেয়ার সিরাম কী ভাবে বানাবেন?

উপকরণ:

আধকাপের মতো নারকেল তেল বা অর্গান অয়েল নিন।

শুকনো রোজ়মেরির পাতা এক চামচ

রোজ়মেরি এসেনশিয়াল অয়েল ১০-১৫ ফোঁটা

একটি ছোট কাচের বোতল, ড্রপার-সহ।

প্রণালী:

ক্যারিয়ার তেল অর্থাৎ, নারকেল তেল বা অর্গ্যান অয়েল হালকা গরম করে নিন। তাতে মেশান রোজ়মেরির শুকনো পাতা। আঁচ কমিয়ে পাতা ফুটতে দিন। এতে পাতার নির্যাস মিশে যাবে তেলে। এর পরগ্যাস বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তাতে রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশান। এ বার তেল ছেঁকে কাচের বোতলে ভরে নিন।

ব্যবহারের পদ্ধতি:

স্নানের এক থেকে দু’ঘণ্টা আগে চুলে কয়েক ফোঁটা রোজ়মেরি সিরাম দিয়ে আলতো হাতে মালিশ করে নিন।

রাতে শোয়ার আগে রোজ়মেরি সিরাম মেখে শুলে চুল নরম থাকবে।

বাইরে গেলে কাচের শিশি ব্যাগে রেখে দিন। চুল খুব রুক্ষ বা আঠালো হয়ে গেলে কয়েক ফোঁটা নিয়ে মাথায় মেখে নিন। এতে চুলের রুক্ষ ভাব দূর হবে।

সপ্তাহে দুই থেকে তিন দিন রোজ়মেরি হেয়ার সিরাম ব্যবহার করলে উপকার পাবেন।

Advertisement
আরও পড়ুন