Skin Care Tips

টম্যাটোর সাহায্যেই কমতে পারে ব্ল্যাকহেড্‌সের সমস্যা! কী ভাবে ব্যবহার করলে হবে কাজ?

ব্ল্যাকহেড্‌স দূর করতে কাজে আসতে পারে টম্যাটো। এর সঙ্গে দু’টি উপাদান মিশিয়ে নিয়ে মুখে মাখলেই ব্ল্যাকহেড্‌সের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫
ব্ল্যাকহেড্‌স দূর হবে টম্যাটোর গুণেই।

ব্ল্যাকহেড্‌স দূর হবে টম্যাটোর গুণেই। ছবি: সংগৃহীত।

ব্ল্যাকহেড্‌স এমন এক সমস্যা যা মেকআপ দিয়েও ঢাকা যায় না। নাকের উপর, দুই পাশে, থুতনিতে গুটি গুটি ব্ল্যাকহেড্‌সে ছেয়ে যায়। সাঁলোতে সেগুলিকে যন্ত্রের সাহায্যে পরিষ্কার করা যায় বটে, তবে সেই প্রক্রিয়ায় বেশ যন্ত্রণাই পোহাতে হয়। কিন্তু এর পরেও নিশ্চিন্ত থাকা যায় না। কারণ স্যালোঁ বা পার্লারে নিয়মমাফিক পরিচর্যার কিছু দিন পর আবারও মাথাচাড়া দেয় এই সমস্যা। তাই যদি ব্ল্যাকহেড্‌সের সমস্যা থেকে দীর্ঘ সময়েরজন্য রেহাই পেতে হয়, তা হলে সালোঁর উপর ভরসা করলে চলবে না। বরং বরং ব্ল্যাকহেড্‌সকে জব্দ করুন ঘরোয়া উপায়েই।

Advertisement

ব্ল্যাকহেড্‌স দূর করতে কাজে আসতে পারে টম্যাটো। এর সঙ্গে দু’টি উপাদান মিশিয়ে নিয়ে মুখে মাখলেই ব্ল্যাকহেড্‌সের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কী ভাবে ব্যবহার করবেন?

একটি টম্যাটো দু’ভাগে কেটে নিন। এ বার একটি ভাগ নিয়ে তার উপর এক চা চামচ কফি আর এক চা চামচ মধু দিয়ে দিন। এ বার টম্যাটোটি দিয়ে মুখের উপর গোল করে করে ঘোরাতে থাকুন। ৫-৭ মিনিট আলতো হাতে মালিশ করতে হবে। এই পদ্ধতি মেনে চললে ব্ল্যাকহেড্‌সের সমস্যা অনেকটাই কমবে, সঙ্গে ত্বকে জেল্লাও আসবে।

Advertisement
আরও পড়ুন