Upper Lip Hair Removal

ঠোঁটের উপরে থ্রেডিং করার যন্ত্রণা সইতে হবে না, ঘরের উপকরণ দিয়েই সাফ হবে গোঁফের রেখা

ঠোঁটের উপরের সূক্ষ্ম গোঁফের রেখা সাফ করতে যদি থ্রেডিং বা ওয়্যাক্সিং করাতে না চান, তা হলে ঘরোয়া উপকরণ ব্যবহার করে দেখতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৮:১৫
How to remove upper lip hair naturally at Home without any pain

থ্রেডিংয়ের যন্ত্রণা হবে না, ঠোঁটের উপরের রোম তুলতে কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করতে পারেন? ছবি: ফ্রিপিক।

মুখ বা হাতের অবাঞ্ছিত রোম তোলার কষ্ট হলেও তা সহনযোগ্য। কিন্তু ঠোঁটের উপরে সুতো দিয়ে থ্রেডিং করতে শুরু করলেই চোখ ফেটে জল আসে। আপার লিপ থ্রেডিং যথেষ্টই যন্ত্রণার। স্পর্শকাতর ত্বক হলে থ্রেডিং করার পরেই সেখানে র‌্যাশ বা ব্রণ বেরিয়ে যায়। অনেকে আবার আপার লিপ থ্রেডিং করানোর ভয়ে রেজ়ার ব্যবহার করেন। এতে ত্বক আরও বেশি রুক্ষ ও খসখসে হয়ে যায়। উন্মুক্ত রন্ধ্রের সমস্যাও দেখা দেয়। যদি ঠোঁটের উপরের সূক্ষ্ম গোঁফের রেখা সাফ করতে থ্রেডিং বা ওয়্যাক্সিং করাতে না চান, তা হলে ঘরোয়া উপকরণ ব্যবহার করে দেখতে পারেন। এতেও রোম উঠে যায় এবং ত্বকও নরম ও টানটান থাকে।

Advertisement

ঠোঁটের উপরের রোম তুলতে কী কী ব্যবহার করবেন?

ডিমের সাদা অংশ ও কর্নফ্লাওয়ার

ডিমের প্রোটিন ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। কর্নফ্লাওয়ারও ত্বকের জন্য ভাল। রোম তুলতে এই দুই উপকরণ মিশিয়ে নিতে পারেন। একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চা-চামচ কর্নফ্লাওয়ার ও ১ চা-চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণটি ঠোঁটের উপরে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে ত্বকে টান ধরতে থাকলে তখন টেনে তুলে দিন। সপ্তাহে দু’দিন করলেই রোমের বৃদ্ধি বন্ধ হবে।

ওট্‌মিলের সঙ্গে কলা

দু’চা চামচ ওট্‌মিলের সঙ্গে একটি পাকা কলা চটকে নিন। এই মিশ্রণ ঠোঁটের উপরে ভাল করে মালিশ করতে হবে ১৫ মিনিট ধরে। এতে রোম উঠে যাবে এবং ত্বকের মৃতকোষও উঠবে। ত্বক নরম হবে, কালচে দাগছোপ চলে যাবে।

লেবুর সঙ্গে চিনি

সালোঁতেও কিন্তু ওয়্যাক্সিংয়ের সময়ে লেবু ও চিনিই ব্যবহার করা হয়। প্রথমে প্যানে অল্প জল নিয়ে তাতে ২ চা চামচ চিনি মিশিয়ে নাড়তে থাকুন। জলের রং বদলালে তার সঙ্গে একটি গোটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। হালকা গরম থাকা অবস্থায় সেটি ঠোঁটের উপরে লাগিয়ে শুকোতে দিন। তার পর টেনে তুলুন।

দুধ ও ময়দা

একটা বাটিতে দুধ, হলুদ ও ময়দা মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে ঠোঁটের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

দুধ ও হলুদ

হলুদও কিন্তু রোম তুলতে খুবই কার্যকরী। ঠোঁটের উপরে হোক বা গালের রোম তুলে হলুদ ব্যবহার করে দেখতে পারেন। জল, হলুদ গুঁড়ো ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। ঠোঁটের লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে তুলে ফেলুন। অথবা জলের সঙ্গে হলুদ ঘন করে মিশিয়ে সেটি ঠোঁটের উপরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দু’দিন করে ব্যবহার করলে রোমের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন