Hair Colour Care

ছোট ছোট ভুলে চুলের রং ফিকে হয়েছে এক মাসেই! কী করলে রং পাকা হবে

টাকা খরচ করে চুলে রং করেছেন, অথচ সে রং মাসখানেকের মধ্যেই ফ্যাকাশে হয়ে এল? তাই রং করা চুলের সঠিক যত্ন না নিলে অর্থ খরচই বৃথা। রং দীর্ঘস্থায়ী করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২০:২১
চুলে রং করলে যত্ন নেবেন কী ভাবে?

চুলে রং করলে যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

লাল, নীল, হলুদ, বেগনি— কালো চুলে আর মন ভরে না নতুন প্রজন্মের। আর তাই বাংলা-সহ গোটা ভারতে ছেলেমেয়েদের কেশসজ্জা পাল্টেছে সময়ের সঙ্গে সঙ্গে। চেহারায় বদল আসে, আত্মবিশ্বাস বাড়ে, ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ হয়। তবে এটাও সত্য, হাইলাইট করুন বা গ্লোবাল, চুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি রংকে চুলে আরও পাকাপাকি ভাবে বসানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত। তাই রং করা চুলের সঠিক যত্ন না নিলে অর্থ খরচই বৃথা। মাস কয়েকের মধ্যেই সে রং ফিকে হয়ে সাদাটে ভাব এসে যায় বা অন্য রং ধরে নেয়, যা আপনি চান না।

Advertisement
রংকে চুলে আরও পাকাপাকি ভাবে বসানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত।

রংকে চুলে আরও পাকাপাকি ভাবে বসানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত। ছবি: এআই।

চুলে ভাল করে যাতে রং ধরে, তার জন্য কোন কৌশল মেনে চলতে হবে?

. নতুন রং বসতে সময় লাগে। তাই রং করানোর পর ৪৮ ঘণ্টা চুলে শ্যাম্পু না করাই ভাল।

২. সপ্তাহে মাত্র ২-৩ বার চুলে শ্যাম্পু করা উচিত, নয়তো ঘন ঘন ধোয়ার ফলে চুলের রং দ্রুত ফিকে হয়ে যেতে পারে।

৩. কালার প্রোটেক্টেড শ্যাম্পু ব্যবহার করা উচিত। কন্ডিশনারটিও চুলের রং রক্ষা করার বৈশিষ্ট্যযুক্ত হতে হবে।

৪. চুলে নিয়মিত তেল মাখার অভ্যাস রয়েছে? তা হলে মাথায় রাখতে হবে, আরগান, আমন্ড বা হোহোবা অয়েলের মতো হালকা, পুষ্টিকর তেল ব্যবহার করতে হবে। এতে চুল আর্দ্র থাকে, রংও নষ্ট হয় না।

৫. স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করার আগে তাপ-প্রতিরোধী স্প্রে বা তেল ব্যবহার করতে হবে। উচ্চ তাপমাত্রায় রং ফ্যাকাশে হয়ে যেতে থাকে দ্রুত।

৬. দীর্ঘ ক্ষণ রোদে থাকার ফলেও চুলের রং নষ্ট হয়ে যায়। তা ছাড়া শুষ্ক রুক্ষ হয়ে যেতে থাকে চুল। তাই রোদে বেরোলে মাথা ঢেকে রাখা উচিত।

Advertisement
আরও পড়ুন